প্রেমিককে বান্ধবীর হাতে তুলে দিতেই আত্মহত্যা ! রৌদ্র ইকতিয়ার
লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ১০ এপ্রিল, ২০১৪, ১২:৪১:২৯ দুপুর
প্রেমিককে বান্ধবীর কাছে তুলে দিতে গিয়ে ঋতু বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টার দিকে কুমার উপেন্দ্র উচ্চ বিদ্যালয়ে টিফিন চলাকালে স্কুলের ক্লাস রুমে এ আত্মহত্যার ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী ঋতু টিফিন চলাকালে স্কুলের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সহপাঠীরা জানালা দিয়ে ঋতুকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে শিক্ষকদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। মৃত্যুর সময় সে একটি চিরকুট লিখে রেখে গেছে। সেখানে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হৃদয় নামের এক ছেলেকে দুই বান্ধবী নিপা ও ঋতু ভালোবাসে। নিজে আত্মহত্যা করে নিপাকে হৃদয়ের কাছে তুলে দিতেই এটি ঘটিয়েছে ঋতু। কিন্তু এটা কোন দিন ও কাম্য নয়। আশা করছি সবাই একটু পরকালের কথা চিন্তা করবেন। যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই।
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই না হলে পেরেমং!
যা দূরে গিয়া মার!
বাস্তবতা হল ভ্যালেন্টাইন থেকে তরুণ সমাজ শিক্ষা গ্রহণ করে ইতি মধ্যে সফল বাস্তবায়নও শুরু করে দিয়েছ।
মন্তব্য করতে লগইন করুন