প্রেমিককে বান্ধবীর হাতে তুলে দিতেই আত্মহত্যা ! রৌদ্র ইকতিয়ার

লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ১০ এপ্রিল, ২০১৪, ১২:৪১:২৯ দুপুর



প্রেমিককে বান্ধবীর কাছে তুলে দিতে গিয়ে ঋতু বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টার দিকে কুমার উপেন্দ্র উচ্চ বিদ্যালয়ে টিফিন চলাকালে স্কুলের ক্লাস রুমে এ আত্মহত্যার ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী ঋতু টিফিন চলাকালে স্কুলের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সহপাঠীরা জানালা দিয়ে ঋতুকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে শিক্ষকদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। মৃত্যুর সময় সে একটি চিরকুট লিখে রেখে গেছে। সেখানে লেখা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হৃদয় নামের এক ছেলেকে দুই বান্ধবী নিপা ও ঋতু ভালোবাসে। নিজে আত্মহত্যা করে নিপাকে হৃদয়ের কাছে তুলে দিতেই এটি ঘটিয়েছে ঋতু। কিন্তু এটা কোন দিন ও কাম্য নয়। আশা করছি সবাই একটু পরকালের কথা চিন্তা করবেন। যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই।

বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205641
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হে আল্লাহ আমাদের সু-বুদ্ধি দান করো আমিন.........।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২০
158218
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : আমিন লায়লা
205646
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : লিংক থাকলে দিন
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২২
158220
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : ইউপিবি নিউজ ২৪. কম
205649
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : লিংক থাকলে দিন। কারণ বিভিন্ন হিন্দু পেইজে এই ঘটনা নিয়ে মুসলিমদের দায়ি করে খুব গালাগালি করতেছে।
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৭
158529
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : কেন মুসলমানদের গালাগালি করে
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪১
158539
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনি জানেন না হিন্দুরা লাভ জিহাদ ঘোষনা করেছে যে এটা। হিন্দুরা তাদের সব পেইজে প্রচারণা চালাচ্ছে যে একটি হিন্দু মেয়েও যাতে করে মুসলিমদের সাথে প্রেম করতে না পারে এই ব্যবস্থা করতে হবে প্রতিটি হিন্দু পরিবারকে। আর হিন্দু ছেলেদের কে মুসলিম মেয়েদরে সাথে প্রেম করে বিয়ে করার মাধ্যমে হিন্দু বানানো জন্য উৎসাহ দিচ্ছে। তারা এই মিশন কে নাম দিয়েছে "লাভ জিহাদ"। আর এই মেয়েটি নাকি এক মুসলিম ছেলের ইভটিজিং সয্য করতে না পেরে আত্বহত্যা করেছে। এই জন্য মুসলিমকে গালি গালাজ করতেছে।
205651
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৭
মু নূরনবী লিখেছেন : বাহবা!

এই না হলে পেরেমং!

যা দূরে গিয়া মার!
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২২
158221
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : Rolling on the Floor
205652
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
আমি মুসাফির লিখেছেন : এমন উদাহরণ না তৈরী করে নিজে যদি ঐ ছেলে ও বান্ধবীর পথ প্রশস্থেত করে কেটে পড়ত তাহলেই ভাল হতো।
205671
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৯
আবু জারীর লিখেছেন : মেয়েটির প্রতি সমবেদনা রইল।
বাস্তবতা হল ভ্যালেন্টাইন থেকে তরুণ সমাজ শিক্ষা গ্রহণ করে ইতি মধ্যে সফল বাস্তবায়নও শুরু করে দিয়েছ।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২৩
158222
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : Rolling on the Floor
205682
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৯
প্রবাসী আশরাফ লিখেছেন : ধিক আত্বহত্যার সিদ্ধান্তকে...তবু মৃতের প্রতি সমবেদনা রইলো...বিয়ের আগে প্রেম নয় এই বাক্যটি মগজধোলাই করে সেভই করা উচিত প্রতিটি কিশোর-কিশোরীর মাথায়।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২৪
158223
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : আমি একমত আপনার সাথে:Thinking
205713
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৩
Sada Kalo Mon লিখেছেন : বর্তমানে নৈতিক শিক্ষার বড়ই অভাব, আর এই অভাবের কারণে এভাবে প্রতিদিন ঝরে যাচ্ছে কিছু প্রাণ, তাই ছোটবেলা থেকে সন্তানকে নৈতিক শিক্ষা দিতে হবে, আর যে শিক্ষা অর্জন করেও জীবনের মূল্য বুঝতে পারে নাই সে শিক্ষা অর্জন করে কি লাভ!
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২৫
158224
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : আমি একমত আপনার সাথেGood Luck
205809
১০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সামান্য একটা ব্যাপার আর তাতেই একটি জিবন শেষ। নৈতিক শিক্ষার অভাব আর মিডিয়ার প্রভাব আমাদের কোথায় নিয়ে গিয়েছে। কয়েকদিন আগে রেহনুমা আপু একটি পোষ্ট দিয়েছিলেন। এই ঘটনাটির ঘটার আগে যদি মেয়েটিকে সেই ভাবে কাউন্সেল করা যেত।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২৬
158225
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : ধণ্যবাত আপনাদের মূলবান মতামত প্রকাশ করার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File