মুন্সিগঞ্জ হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার দুই ঘন্টা পর ফের গ্রেপ্তার
লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ০৭ মে, ২০১৪, ১১:৫৬:৩১ রাত
ইকতিয়ার রৌদ্র,
মুন্সিগঞ্জ শহরে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার দুই ঘন্টা পর পুলিশ মো. সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের প্রয়াত সিদ্দিক হোসেনের ছেলে সাদ্দামকে বুধবার সকাল পৌনে ৭টার দিকে ২৫০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একটি স্কুটার দিয়ে দুপুর পৌনে ২টার দিকে সাদ্দামকে গজারিয়া থানার দুই পুলিশ কনস্টেবল মো. শাহীন ও দাউদ শহরের খালইস্ট এলাকার সদর সার্কেল অফিসে নিয়ে যায়। এ সময় কনস্টেবল শাহীন সার্কেল অফিসের ভেতরে গেলে সাদ্দাম কনস্টেবল দাউদের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানার ২০-২৫ সদস্যের একদল পুলিশ অক্লান্ত চেষ্ঠার পর বিকেল পৌনে ৫টার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাকে হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মুন্সিগঞ্জ হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার দুই ঘন্টা পর ফের গ্রেপ্তার
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন