বিয়ে করবে আশরাফ দাদা

লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ এপ্রিল, ২০১৪, ০১:১৯:৫১ দুপুর

বিয়ে করবে আশরাফ দাদা

দাদী কোথায় পাই

তার জন্য এই জগতে কি

একটা দাদীও নাই?

দাদী আছে মায়ের কাছে

খবর নেয়া চাই

সেই জন্য ঘটক পাখি

কোথায় বল পাই?

দাদীরা কি কেউ আওয়জ দিবেন

দাদার দিকে চাইয়া

আশরাফ দাদা প্রেমিক পুরুষ

ভাটি গাঙের নাইয়া।

লেখা পড়ায় উচ্চ ডিগ্রী

চাকরী খানও ভালো

আছেন নাকি কোন দাদী

জ্বালবেন একটু আলো?

বিষয়: সাহিত্য

১২৫৫ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205655
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৩
গেরিলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৭
154537
আবু জারীর লিখেছেন : উপযুক্ত দাদী চাহ।
205656
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৫
আবু জারীর লিখেছেন : যে দিদীরা এই পোষ্টের ব্যপারে মৌনতা অবলম্বন করবেন তাদের মৌনতাকে সম্মতির লক্ষণ মনে করে ঘটক পাখি ভাইয়ের দারস্ত হতে বাধ্য হলে আমাকে বা আশরাফ দাদাকে কেঊ দোষ দিতে পারবেন না। (ফান)
205657
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৭
প্রবাসী আশরাফ লিখেছেন : আশার আলো দেখছি এবার
ঘটক দাদার হাত ধরে
বিয়ে এবার হবেই হবে
দেখি কোন রমনী হ্যাঁ করে।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৪
154540
আবু জারীর লিখেছেন : উপরে লিখে দিয়েছি যারা মৌনতা অবলম্বন করবে তাদের বাড়িতেই ঘটক যাবে।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৮
154549
মু নূরনবী লিখেছেন : বল্গে কি দাদীও পাওয়া যায়???Surprised


ওরে দেহি ডিজিটাল যুগ আইয়া গেছেLove Struck
205673
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৭
মু নূরনবী লিখেছেন : আশরাফ দাদার কার সিরিয়াল?... Praying Loser Music Hurry Up Bring it On

১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০২
154552
প্রবাসী আশরাফ লিখেছেন : সিরিয়াল-টিরিয়াল মানিনা
বিয়া করতাম চাই
কে আগে কে পিছে জানিনা
বউ একখান চাই।
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০০
154587
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার একটা বালতি আছে এইটা নিয়া চলতে কষ্টহয় এদিকে টানে ভাবতাছি আরেকটা বেঙ্গলের বালতি নিমো বেলেন্স হইবো,Rolling on the Floor Tongue
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
154657
আবু জারীর লিখেছেন : সিরিয়াল ব্রেক করা ঠিক হবেনা।
205679
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২২
অজানা পথিক লিখেছেন : Talk to the hand
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
154660
আবু জারীর লিখেছেন : Good Luck Good Luck
205681
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩০
প্যরাপিন লিখেছেন : শুনেছিলাম দেবদাস অনেক মিলে
মিলেনাকো কোন দেবদাসী।
সেই রকম কাহারো লাগিয়া কি,
আমাদের আশরাফ ভাই প্রবাসী।
তাহার একাকীত্ব ঘোচাতে ,সবাই নেমেছি কোমর বেধে।
যেখানে গিয়েছি, ফিরে-ই এসেছি, তার প্রবাসটা বাধ-সাধে।
কি করবো,পাখি ভাই busy, কাজি ভাইও busy
তবে দুজনেই সমাধান দিলেন, এরশাদ গুরুজী।
দিন কয়েক অপেক্ষার পর মিলিল appointment,
ফ্রি ছিলেন গুরুজী সেদিন, ছিলনা কোন ডেট।
সব শুনে গুরুজি, উঠিলেন হাসিয়া,
এক যায়গাতেই আমি গিয়াছি হারিয়া।
তোমরা সবে, জলদি যাও এখন,
হয়তো জাগিবে সেই নারীর মন।
সে নারী এখনো একা, নিঃস্ব , দিশেহারা,
সকলের সুপরিচিত তিনি, আমাদের প্রিয়......।
আশরাফ ভাই, যদি রাজী থাকেন,
ছুটি নিয়া দেশে আসেন।
টু,ডে ব্লগের সবাই মিলে,
অনুষ্ঠান করবো হাতির ঝিলে।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৬
154566
প্রবাসী আশরাফ লিখেছেন :
আরে ভাই কি লিখলেন
কবিতার ছন্দে -
চিত্ত নাচে আনন্দে
তাকধিনা-ধিন ধিন...
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
154661
আবু জারীর লিখেছেন : এবার ইনশা'আল্লাহ আশরাফ ভাইয়ের হয়ে যাবে বিয়েটা।
205687
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৭
ভিশু লিখেছেন : অন্তিম মোবারকবাদ!
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
154662
আবু জারীর লিখেছেন : শুভ লগ্ন।
205689
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৩
দুষ্টু পোলা লিখেছেন : আমার বিয়ে হলো না ভাই, একটূ মাইয়া দেখপেন পিলিজ
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
154663
আবু জারীর লিখেছেন : মেয়েতো অনেক দেখি কিন্তু আপনার কেমন চাই?
205691
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
পবিত্র লিখেছেন : ভিশু লিখেছেন : অন্তিম মোবারকবাদ!
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
154664
আবু জারীর লিখেছেন : প্রারম্ভিক শুভেচ্ছা।
১০
205697
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
লেলিন লিখেছেন : পিলাচ + +
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
154665
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
১১
205706
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৪
আবু আশফাক লিখেছেন : -

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
নদে এলো বান
বুড়ো দাদার বিয়ে হলো
তিন কণ্যে দান

এক কণ্যে রাধেন বাড়েন
এক কণ্যে খান
এক কণ্যে না খেয়েই
বাপের বাড়ি যান।
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
154666
আবু জারীর লিখেছেন : আহারে?
১২
205707
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : যেই দাদীরে আশরাফ দাদা-ভালাবাসতো
সেই দাদী ইয়াবড়-বিড়াল ছানা পুষতো
দাদা সাদে নতুন সুর মুটকি দাদীর লাগি
মুটকি দাদি অবশেষে চইলা গেলো ভাগি!
দাদি এখন মহাষ্টার ছড়া ছন্দের গল্পকার
কিন্তু দাদি দিনে দিনে হইতে আছেন বৃত্তাকার,,

আশরাফ ভাই এমন বিয়া করবেন যেনো ঘরে বাত্তি লাগান না লাগে....,তবে খেয়াল রাখবেন যেন না ভাগে।(ফান করার ‌জন্য আমাকে ক্ষমিবেন নিজণুনে ধন্যবাদ) পিলাচ
১১ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২১
154898
আবু জারীর লিখেছেন : ফান পোস্টে ফান করতেই মজা
মান্নান ভাই ফান জগতের রাজা মহা রাজা।
১৩
206522
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
156161
আবু জারীর লিখেছেন : সাহায্য একান্ত কাম্য।
১৪
206988
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৫
egypt12 লিখেছেন : ঘটক পাখি জারীর ভাই
বিয়েতে তার জুড়ি চাই
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
156165
আবু জারীর লিখেছেন : জারীর ভাই ঘটকালী করলে আর কাউকে বিয়ে করতে হবেনা। পাত্রী পক্ষ বরের চেয়ে ঘটককেই পছন্দ করে বসবে।
১৫
206997
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৯
ইক্লিপ্স লিখেছেন : Happy Happy Happy Happy Happy Happy
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৫
156171
আবু জারীর লিখেছেন : এত আবেদন নিবেদন কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা। হায় মেরে রব্বা!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File