আইয়ামী মনীষিদের সেরা উক্তি, কিছু বাদ পড়লে যোগ করুন। পুরোন জিনিস একটু ঝালাই করে নিন।

লিখেছেন লিখেছেন মাজহার১৩ ১০ এপ্রিল, ২০১৪, ০১:২৭:২৮ দুপুর

1. পবিত্র ঈদুল ফিতরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে (নানক)

2. বিরোধীদলের নেত্রী রানা প্লাজার দুর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত

হয়েছে (হাসিনা)

3. জামায়াত-শিবির ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই

ভবনটি ধসে পড়েছে (মখা)

4. বাড়িতে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যান (সাহারা)

5. সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয় (হাসিনা)

6. হেফাজতে ইসলাম এই পথে আসবেনা আমি জানি আর তাই আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি (মুরগি কবীর)

7. আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও ভুল হয় (নাসিম)

8. কান টানলেই মাথা আসে। রানার স্ত্রীকে গ্রেফতার করেছি এখন ওকে আটক

করতে সময় লাগলেও কোনো সমস্যা নেই(পুলিশ)

9. বোখারী শরীফে আল্লাহ বলেছেন -"লাকুম দীনুকুম অলিয়া দ্বীন" (হাসিনা)

10. ম্যাডাম ঐটা বোখারী না তো ঐটা দোয়ায়ে কুনুত (মতিয়া)

11. বঙ্গবন্ধু মদ জুয়া হারাম করেছেন -(নৌ মন্ত্রী শাজাহান খান)

12. ক্ষমতায় থাকলে টাকা পয়সা বাড়তেই পারে (মাল)

13. আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে ।আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন (হাসিনা)

14. আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর

কে আছে ?! (হাসিনা)

15. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব

জুয়াড়ি (মাল)

16. সরকারের উচিৎ মাঝে মাঝেই কারেন্ট বন্ধ রাখা , তাহলেই জনগন বুঝবে আমরা কি করেছি ( হাসিনা)

17. শুধু আওয়ামিলীগের কর্মিরাই রাসুলের খাস উম্মত (মতিয়া)

18. থ্রি জি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল (সাহারা)

19. T-২০ বিশ্বকাপ এদেশে না হলে এর জন্য খালেদা জিয়া দায়ী (মাল)

20. আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয় (হাসিনা)

21. দু একশ কুটি টাকা হলমার্ক এ কেলেংকারী হয়েছে এইটা কোন ব্যপার না (মাল)

22. আওয়ামীলীগ ইসলামের হেফাজত করে (মতিয়া)

23. রাস্তার বিলবোর্ড সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ (কাদের)

24. আবুল হোসেন খাটি দেশপ্রেমিক (হাসিনা)

25.আমার প্রধানমন্ত্রীত্বের দরকার নেই (হাসিনা)

26. ক্ষমতার লোভ আমার নেই (হাসিনা)

27. দেশের মানুষের জন্য প্রয়োজনে বাবার মত জীবন দেব (হাসিনা)

28. জঙ্গিশিবির যত্রতত্র বৈষ্ঠা/মুত্র ত্যাগ করে জনজীবন ব্যাহত করেছে (মখা)

29. জামায়াত-শিবির হরতাল দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে (হাসিনা)

30. কম খান বাজারে কম যান (ফারুক)

বিষয়: বিবিধ

১৭৩৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205662
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩২
আবু জারীর লিখেছেন : মুজিবের উক্তি যেমন এখন রেডিও টিভিতে পচারিত হয় তেমনি ভবিষ্যতে এগুলোও হয়ত মিডিয়ার সম্পদে পরিণত হবে।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
154544
মাজহার১৩ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
205663
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ
205666
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪১
আমি মুসাফির লিখেছেন : ==শেখ হাসিনার অমর বানীসমূহ:==
১. সেনা সরকারের সময়; আই এম নট আন হ্যাপি
২. এক এগার পর; এটা আমাদেরই আন্দোলনের ফসল।
৩. মা দূর্গার কারনে এবার ফসলের ভাল ফলন হয়েছে।
৪. একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে।
৫. বিরোধী দলে গেলে কখনও হরতাল করব না।
৬. ১০টাকায় চাল খাওয়াব।
৭. বিনামুল্যে কৃষকদের সার দিব।
৮. বিরোধী দলের একজন সদস্যকে ডেপুটি ষ্পিকার বানান।
৯. প্রতিটি ঘরে ঘরে ১জনকে চাকুরী দিব।
১০. আমার ছেলে খ্রিষ্টান বিয়ে করেছে ইহুদী নয়। তার বিয়ে বৈধ্য?
১১. মানুষের যাতে মনে থাকে যে আগে লোডশেডিং ছিল সেজন্য আমি ইচ্ছে করে লোডশেডিং করার নির্দেশ দিয়েছি।
১২. আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
১৩. ইসলাম কেবল আওয়ামীলীগ হেফাজত করবে।
১৪. মদিনা সনদে দেশ চলবে।
১৪. কিসাসের (খুনের বদলা খুন) বিধান কায়েম করে যুদ্ধঅপরাধীদের শাস্তি দেয়া হবে।
১৫. আমার বিয়াই রাজাকার ছিলেন, যুদ্ধঅপরাধী ছিলেন না।
১৬. থাবা বাবা (রাজিব) ছিলেন ২য় মুক্তিযুদ্ধের ১ম শহীদ।
১৭. প্রতিহিংসার রাজনীতি করলে বিএনপির অস্তিত্ব থাকত না।
১৮. আবুল হোসেন (পদ্মা ব্রিজ খাওয়ার পর) দেশপ্রেমিক।
১৯. টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করে দিতাম।
২০. “আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন”।
২১. "আমার মন্ত্রীরা কথায় নয়; কাজে স্মার্ট।"
২২. "আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগণ কিছু পায় আর বাকি সবাই লুটে খায়।"
২৩. লগি বৈঠা নিয়ে মানুষ হত্যার আহবান।
২৪. "দেশের মানুষ এখন ৪ বেলা খাচ্ছে।"
২৫. তত্ত্বাবধায়ক ফিরে আনার চেষ্টা করলে কোন নির্বাচনই হবে না।
২৬. “আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে”?
২৭. আমি শান্তি চাই, প্রধানমন্ত্রীত্ব চাই না।
২৮. স্বীকার করেছেন, ক্ষমতায় আনা নেয়ার মালিক আল্লাহ। অথচ জামায়াতের নিবন্ধন বাতিল আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকার কারনে।
২৯. কুখ্যাত সন্ত্রাসী জয়নাল হাজারীকে বলেছেন তিনি পুতপবিত্র।
৩০. উনার (খালেদার) শরীরের সব নকল।
৩১. নোবেল বিজয়ী ড. ইউনুস সুদখোর। উনার দৃষ্টিতে পৃথিবীতে কেবল ইউনুস সুদ খায়।
৩২. বিডিআর বিদ্রোহে হত্যার শিকার ৫৭ জন সেনা সদস্যের মধ্যে আওয়ামীলীগের ৩৩ জন।
৩৩. হেফাজতের মানুষগুলো ৫ই মে রাতের রং মেখে শুয়েছিল।
বি.দ্র: আমার ফাঁসি চাই বই পড়লে বাকী অনেক অজানা কথা জানতে পারবেন।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫০
154548
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ তথ্যবহুল মন্তব্যের জন্য।
205672
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৬
শের খান লিখেছেন : ক্ষমতায় থাকলে সবাই কম বেশী পাগল হয়ে যায়।আরও কত কথা শুনতে হবে কে জানে?
205686
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৬
ভিশু লিখেছেন : আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জাতি কিছু পায়, মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে <-হাসিনা!
205690
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
205698
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
পবিত্র লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
205879
১০ এপ্রিল ২০১৪ রাত ১০:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
এদের সমর্থকদের অবস্থা এমনই যে এই পাগলের উক্তিগুলিকেই মনে করে স্মরনিয় বানি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File