অভিমানির প্রেমে
লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ২২ জুলাই, ২০১৪, ০৮:৫৫:৫৮ রাত
মান ভাঙ্গেনি অভিমানি,
আজকে তার আকাশভারী ।
মুখটা তার আবছা আলোয় মেঘে ঢাকা,
মান ভেঙ্গে জল ঝরানোর অপেক্ষা ।
হৃদয়ে আমার দেয় দোলা ,
রেগে গিয়েফর্সা মুখের ফুলিয়ে রাখা লাল ঠোটটা ।
উথলে ওঠে হাজারো প্রেম,হাজারো আবেগ,
মন চায় বলতে অনেক আবেশে একটু স্যরি ।
ঠকঠক কড়া নাড়ি মানভাঙ্গানোর দরজায়,
অভিমানি আমার এটা দেখে রেগে যায় বেজায় ।
অবশেষে করেছি পণ, ধরেছি কান,
এবার ভাঙ্গাবোই অভিমানির মান ।
আর হবে না, আর করবো না,
বলেছি তো অনেকবার ।
এবার কি একটু ভাঙ্গবে মান তোমার ?
শেষে এসে অবশেষে রোদ উঠেছে, মেঘ কেটেছে,
উজ্জ্বল আলোয় ভরেছে প্রাণ,
রাগ ভেঙ্গে হেসেছে আমার ছোট্ট জান ।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন