স্বার্থবাসা,কামনাবাসা
লিখেছেন লিখেছেন তাবিজ বাবা ২১ মে, ২০১৪, ০৯:০৩:৪৬ রাত
:: আপনি কাউকে ভালবাসেন না ?
:: না । ভালবাসা ,প্রেম কি জিনিস ? সংঙ্গা দাও
:: এটা এমনই একটা জিনিস, যার কোন সংগা হয় না ।
:: যার কোন সংগা হয়না । সেটা কোন জিনিসই না । তোমার কাছে যা ভালবাসা,যা প্রেম , আমার কাছে সেটা স্বার্থবাসা, কামনাবাসা । জগতে স্বার্থ আর কারণ ছাড়া কিছুই হয় না । তোমাকে কেউ ভালবাসতে পারে তার কারণ যদি নিম্নতমও ধরা হয় , সেটা হল তার নিজস্ব ক্ষণিকের সুখ প্রাপ্তি । কিছু অবৈধ শিহরণ প্রাপ্তি । যখন সে অন্য কারও তখন সে ব্যস্ত তোমাকে ভুলে অন্য কাউকে দিয়ে তার জীবন রাঙাতে । তাই বলছি মেয়ে তুমি ফিরে যাও ।
:: আপনি একটা বদ্ধ পাগল , উন্মাদ ।
:: হাহ হাহ হাহ
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন