এই দিন দিন নয়,আরো দিন আছে

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২০:২৪ রাত

৫ বছর ধরে দেখছি।এই দেশ টা আসলে কেমন হয়ে যাচ্ছে।চুরি,ছিনতাই,ডাকাতি,গুম,ধর্ষণ সহ নানা রকম অপকর্ম বেড়েই চলেছে।দেখেছি,বিরধি দলের নেতাকর্মীদের উপর ঢালাউ ভাবে নির্যাতন।নির্বাচন এর ঠিক আগ মুহূর্তে সক্রিয় নেতা কর্মীদের ক্রসফায়ার এর নামে সরাসরি খুন করা হয়েছে।এসব এদেশের সাধারণ মানুষ খুব ভালো করে মনে রেখেছে।ভাবটা এমন হয়েছে যে,বিরধী দল হওয়াতে তারা এদেশের নাগরিকত্ব হারিয়েছে।তাই তদের পশুর মত মারা হচ্ছে।যারাই মুখ খুলে কথা বলেছে তারাই এই সরকার এর চরম শত্রুতে পরিনত হয়েছে।সেই শত্রুতা থেকে বাদ যায়নি বাংলাদেশের মিডিয়া ও ।যে দুটি গণমাধ্যম সব সময় সত্য প্রকাশ করে আসছিলো তাদের আর সহ্য করতে পারেনি এই সরকার।অবৈধ ভাবে বন্ধ করে দিল তাদের।হাতে ধরিয়ে দিল ভাঙ্গা বাটি।নিশ্চিন্ন করে দিতে চাইল

তাদের পরিবার।শেষ পর্যন্ত সে সব মিডিয়ার একজন সংবাদিক অকালে প্রাণ হারান।কয়েকজন সাংবাদিক কৃষি কাজ কে পেশা হিসেবে বেছে নিয়েছেন।অসত্য সংবাদ প্রচার করার চেয়ে কৃষি কাজ করা উত্তম বলে মনে করেন তারা।

এমন ই অনেক অসংগতি নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ।

আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামি'র নেতা কর্মীদের উপর চালানো হচ্ছে অস্বাভাবিক নির্যাতন।নানা রকম মিথ্যা যুক্তি দিয়ে খুন করা হচ্ছে তাদের।প্রতি থানায় মাঝে মধ্যেই উপর লেভেল থেকে অর্ডার থাকে নির্দিষ্ট পরিমাণ লোক কে গ্রেফতার করার।এতে করে সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্ররা ও অবৈধ গ্রেফতার হয়রানির শিকার হচ্ছে।অসহায় হয়ে যাচ্ছে এসব লোকদের পরিবার।প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌত্ত নিয়ে।

ভুলে গেলে চলবেনা এই দিন দিন নয় আরো দিন আছে,এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।এখন যাদের উপর অত্তাচারের স্টিম রুলার চালানো হচ্ছে তারা হয়তো একদিন মুক্ত হবে।তারা যদি মুক্ত না ও হতে পারে তাদের পরিবার বা আত্মিয় স্বজন এই অত্মাচারের পাল্টা জবাব একদিন দিবেই।

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176423
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৮
পুস্পিতা লিখেছেন : বাংলাদেশের "হামিদ কারজাই" শেখ হাসিনা কথাগুলো যেন মনে রাখে।
176437
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশের এই রূপ চিন্তা করা যায় না ,বাংলাদেশ আজ লাশের হয়েগেছে।
176443
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৯
শিশির ভেজা ভোর লিখেছেন : এই দেশে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File