জালিমের কারাগারে বন্ধি একজন দক্ষ ইসলামী রাজনীতিবিদ মুফতি ওয়াক্কাস সাহেব ৷ সা ই য়ে দ মা হ ফু জ খ ন্দ কা র

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০৭:৩৬ রাত



মুফতি ওয়াক্কাস সাহেব ! ওনার অনেকগুলা পরিচয় আছে যেমন হেফাজতে ইসলামের নায়েবে আমির, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব, সাবেক মন্ত্রী, বার বার নির্বাচিত এমপি, দেশ বিখ্যাত আলেম, ইত্যাদি ইত্যাদি ৷ তবে আমার কাছে হজরতের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন দক্ষ রাজনীতিবিদ, কারন হেফাজতের নায়েবে আমির অনেকেই আছেন, জমিয়তের মহাসচিবও অনেকে হতে পারবেন, মন্ত্রী এমপিও অনেক হয়েছেন, মা'শা আল্লাহ দেশে আলেম ওলামারও অভাব নাই, কিন্তু ইসলামী ধারায় বিশেষ করে কওমী ধারায় একজন দক্ষ রাজনীতিবিদের অনেক বেশি অভাব ৷

সে হিসেবে মুফতি ওয়াক্কাস সাহেব আমার দৃষ্টিতে একজন সুদক্ষ রাজনীতিবিদ ৷ আমাদের রাজনীতির মধ্যে যে 'পলিটিক্স' ঢুকে গেছে মুফতি ওয়াক্কাস সাহেব তা সুদক্ষ ভাবে বুজতে পারেন এবং সামালও দিতে পারেন ৷ এইটা আমরা হাদারামরা না বুজতে পারলেও কুবুদ্ধির রানী হাসিনা ও তার দল ঠিকই বুজতে পেরেছে, তাই তো হেফাজতের এত নেতা থাকতে বেচে বেচে মুফতি ওয়াক্কাস সাহেবকে গ্রেপ্তার করেছে ৷

হাসিনা জানে মুফতি ওয়াক্কাস সাহেব যদি রাজনীতির মাঠে থাকেন তাহলে তিনি হাসিনার পতনের কারনও বনে যেতে পারেন ৷ কারন তিনি জানেন কি করে রাজনীতি ও সাধারন মুসলিম জনগনকে এক কাতারে দাড় করিয়ে আন্দলনকে বেগবান করতে হয় ৷

তাই তো হাসিনা মুফতি ওয়াক্কাস সাহেবকে মাসের পর মাস জেলে আটকে রেখেছেন, এবং কি যেখানে বিএনপি নেতাদের জামিন হচ্ছে সেখানে মুফতি ওয়াক্কাস সাহেবের জামিন হচ্ছেনা !!

মুফতি ওয়াক্কাস সাহেব বর্তমানে অসুস্থ অবস্থায় কাসিমপুর কারাগারে বন্ধি আছেন, আমি হুজুরের দ্রত সুস্থতা জন্য আল্লাহর দরবারে দুয়া করি, আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন ৷ কারন এমন লোক আমাদের সমাজে খুব বেশি অভাব এবং খুব বেশি প্রয়োজন ৷

সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি মুফতি ওয়াক্কাস সাহেবকে অতি দ্রুত মুক্তি দেয়া হোক, না হয় এর খেসারত দুনিয়া আখেরাত সব জায়গায় দিতে হবে ৷

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176402
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মজলুম আলেমদের মুক্তি চাই
176622
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
সিকদারর লিখেছেন : আল্লাহ যেন মুফতি ওয়াক্কাস সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন ৷ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি মুফতি ওয়াক্কাস সাহেবকে অতি দ্রুত মুক্তি দেয়া হোক.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File