বাংলা গেল ভুলে
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৮:৩১ রাত
ভাষা কিবা দেশের তরে
প্রাণ দিল যে অকাতরে,
জীবন তাদের ধন্য
শহীদ বলেই গন্য।
কিন্তু আজি দেশের ভিতর
কিছু কিছু নব্য ইতর,
হিন্দি ছাড়া কয় না
চায়না ছাড়া খায় না।
এই কি দরদ ভাষা প্রিতী
দেশ প্রেমিকের উদার নীতি?
পরিধানের বস্ত্র কিনে
বৃটেন জাপান গণচিনে।
ছেলে-মেয়েদের লেখাপড়া
অক্সফোর্ড কিবা এডিনবরা,
দেশের ছেলে-পুলে
বাংলা গেল ভুলে।
বিষয়: সাহিত্য
১০৭৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরাণ ভরে খাই,
ইচ্ছে করে বাংলা ছেড়ে,
দিল্লী চলে যাই৷
অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন