আলতো পরশে
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫৫:০৮ দুপুর
যে টুকু সময় পেয়েছি কাছে
অবহেলা করিনি মোটেই,
আদরে আদরে মাতিয়ে রেখেছি
নষ্ট করিনি সময়.
তবু মন বলে আরেকটু সময়
কাছে রাখিনি কেন তাকে?
না ঘুমালে কি বা হতো
ঘুমোতাম যদি পরে?
নিষ্টুর নিয়তি দূরে ঠেলেছে
তাকে আমার থেকে,
তবুও সে আমার পাশে আছে ভেবে
কথা বলি নিজের সাথে.
চোখ মুদে থাকি ঘুমাই না আমি
আঁধারে আসে তাই,
আলতো পরশে কেঁপে উঠি আমি
চোখ খোলে দেখি সে নাই.
তাকে হারিয়ে খুঁজি ফিরি
সকাল সন্ধ্যা সাঁজে,
অবশেষে তাকে অনুভব
করি আমার হৃদয় মাঝে.
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাছে রাখিনি কেন তাকে?
প্রাণ ছুঁয়ে গেল
ধন্যবাদ আপনাকেও
"তাকে হারিয়ে খুজে ফিরি-
সকাল সন্ধ্যা সাজে,
অবশেষে তারে অনুভূব করি-
আমার হ্রদয় মাঝে!!"
সুন্দর কাব্যিকতার ছোয়া দেয়ায় অনেক ধন্যবাদ.......।
সুন্দর মন্তব্যের জন্য
মন্তব্য করতে লগইন করুন