ভালবাসা
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০৮:৩৮ রাত
ভালবাসা..............
ভালবাসা মানে মনে করতাম
বাদাম বিচি খাওয়া,
দুষ্টুমিতে নাদীর জলে
একটু-আধটু নাওয়া.
ভালবাসা মানে বুঝতাম আমি
হ্যালো হাই বলা,
হঠাত করে দেখা হলে
হাসি বিনিময় করা.
ভালবাসা মানে মনে করতাম
অবসর সময় কাটা,
একটু খানি দেখা হলেই
মনের ক্ষিধে মেটা.
_____________
ভালবাসা মানে বুঝি এখন
সদা অভাববোধ করা,
একটু খানি আড়াল হলেই
হৃদয়ে ঝড় উঠা.
ভালবাসা মানে দিবা-রাত্রি
স্মরণ করে যাওয়া,
একটুখানি কাছে পেলে
বুকে টেনে নেওয়া.
ভালবাসা মানে অভিমান ভরা
প্রিয়ার উজ্বল মুখ,
একটুখানি শীতল ছোঁয়ায়
দূর হয়ে যায় দুখ.
______________
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটুখানি কাছে পেলে বুকে টেনে নেওয়া.
ভালবাসা মানে অভিমান ভরা প্রিয়ার উজ্বল মুখ,
একটুখানি শীতল ছোঁয়ায় দূর হয়ে যায় দুখ
কেন যে আমি এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি না
"ভালবাসার চেয়ে যুদ্ধে যাওয়া ভাল" খাঁটি কথাটি বলে হৃদয়ে উতাল-পাতাল বন্যা তুলে দিলেন.
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন