নারী, তোমার তো সাহস কম নয়, হাসিনার দেশে তুমি কুরআন শিক্ষার প্রোগ্রামে অংশগ্রহণ করো...!

লিখেছেন লিখেছেন পুস্পিতা ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৮:৪৭ রাত



নারী, তুমি থাকবে ভারতীয় সিরিয়ালে মগ্ন, তুমি শিখবে ওদের মতো পারিবারিক ষড়যন্ত্র, কুটনীতি ও পরকিয়া! তোমার মুখে ছুটবে মতিয়া চৌধুরীর মতো অশ্লীল কথার তুবড়ি ও গালাগালি! সেই নারী তুমি কিনা শিখতে চাও কুরআন?!

ডিজিটাল দেশে তুমি সারাক্ষণ ঘুরাঘুরি করবে অশ্লীল সাইটে, শিখবে কিভাবে অশ্লীলতা, অসভ্যতায় লিপ্ত হতে হয়। তোমার চিন্তা থাকবে কিভাবে লম্পটদের জন্য নিজেকে আকর্ষনীয় ভাবে উপস্থাপন করতে হয়। তুমি শিখবে কিভাবে খোলামেলা হতে হয়, কিভাবে পরপুরুষকে আনন্দ দিতে হয়! তুমি শিখবে কিভাবে পণ্যের মতো বিক্রী হতে হয়! কি আশ্চর্য সেই নারী, তুমি কিনা শিখতে চাও পর্দার নিয়ম-কানুন!

তোমার কাজ হবে ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের মতো কিভাবে দেহব্যবসায় নিজেকে ও ছাত্রীদের লিপ্ত করানো যায় তার ট্রেনিং নেয়া, তুমি করবে লীগ নেতাদের পতিতা সাপ্লাইয়ের ঠিকাদারী! আর তুমি কিনা শিখতে চাও ইসলামের হালাল-হারাম?!

নারী, তুমি আয়োজন করবে খোলামেলা কনসার্টের! তুমি শিখবে কিভাবে সেখানে গিয়ে শত শত পুরুষের সাথে নাচতে হয়, তুমি শিখবে কিভাবে পহেলা বৈশাখে শোভাযাত্রায় অংশগ্রহন করে নিজের দেহে উল্কি আঁকতে হয়, তুমি শিখবে কিভাবে নিজেকে সবার মাঝে বিলিয়ে দিতে হয়, আর সেই নারী তুমি কিনা শিখতে চাও ইসলামের আলোকে নারীর মর্যাদা?!

নারী, তোমার তো সাহস কম নয়! হাসিনার দেশে তুমি শিখতে চাও কুরআন?! তুমি যাও কুরআন শিক্ষার প্রোগ্রামে?! তুমি কি জানো না হাসিনা বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে যোগ করেছে?! শেখ মুজিবের স্বপ্ন সেই ধর্মনিরপেক্ষ দেশে তুমি চেষ্ঠা করো ইসলাম মানতে?! কি দুঃসাহস তোমাদের?! তুমি কোন সাহসে ধর্মনিরপেক্ষতাবাদের বিপরীত কাজ করলে? দেশে এখন চলছে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার কাজ আর তুমি কিনা চাও ইসলাম শিখতে! এটা যে রাষ্ট্রদ্রোহীতা তা এবার বুঝবে তুমি! যাও এবার ঢোক কারাগারে এবং ইসলাম শিখার মজা এবার বুঝিয়ে দেয়া হবে! হাসিনার ধর্মনিরপেক্ষ দেশে ইসলাম- এটা তো হতে দেয়া যায় না, এটা কখনোই মানা হবে না!

দেশের অন্যান্য স্থানের মতো ঝিনাইদহের কালীগঞ্জে আজ ৩৮ নারীকে পুলিশ আটক করেছে কুরআন তালিমের অনুষ্ঠান করার অপরাধে! এই হচ্ছে বাংলাদেশ, এর নামই স্বাধীনতা, এর নামই হাসিনা ও আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতাবাদ! আজ যদি সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নারীরা তাদের ধর্মীয় কোন অনুষ্ঠান করতো তাহলে কি পুলিশ এভাবে গ্রেফতার করতো?! আজ যদি সেই বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার অনুষ্ঠান হতো তাতে কি সরকার ওই নারীদের এভাবে হেনস্থা করতো?!

অর্থাৎ এদেশে এখন সবকিছুই করা যাবে, কিন্তু ইসলাম চর্চা, ইসলাম মানা যাবে না! এমনকি ঘরোয়া এবং ব্যাক্তিগত ভাবেও না! এর নামই হাসিনার ধর্মনিরপেক্ষতাবাদ?!

বিষয়: বিবিধ

৪২৪৮ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268973
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা কুরআন কেই ভয় পায়। আরো বেশি ভয় পায় কুরআনের শিক্ষায় শিক্ষিত নারিদের।
এই দেশে সালাম দেওয়া নিষেধ। কুরআন পড়াও নিষেধ।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০১
212742
পুস্পিতা লিখেছেন : বাংলাদেশের এখন হাসিনার ধর্মনিরপেক্ষতাবাদের বাস্তবায়ন চলছে...
268975
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
বিন হারুন লিখেছেন : উপরের দাদাদের নির্দেশে দেশ চলছে. এখানে মুসলিমদের কোন স্বাধীনতা নেই.
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০১
212744
পুস্পিতা লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদের আসল অর্থ যে ইসলাম বিরোধীতা তা আবারও প্রমাণ করলো হাসিনা।
268982
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
ফেরারী মন লিখেছেন : আওয়ামী লীগ জামাতের আঁতাতের ফল। এই বুঝি নমুনা।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০২
212745
পুস্পিতা লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদ ও ইসলামের ভিতর আঁতাত আসলে হয় না।
268985
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৫
শিশির ভেজা ভোর লিখেছেন : ঈমানী পরীক্ষা হচ্ছে। নো প্রবলেম আল্লাহ সীজ অল
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৭
212748
পুস্পিতা লিখেছেন : হুমম... এই দিন দিন নয় আরো দিন আছে। এটা একটু মনে রাখলেই হবে। হাসিনার সরকারই এদেশের শেষ সরকার নয়।
268990
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৯
আহ জীবন লিখেছেন : হায়রে মদিনা সনদ।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
212749
পুস্পিতা লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদের মূল অর্থ যে ইসলাম বিরোধীতা তা আবারও প্রমাণ হলো।
268994
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার ফেসবুক সতযাতাস ঠেকে-
কোরআনের প্রতি এতো বৈরিতা!!! যেখানে কোরআনের আলোচনা সেখানেই ষরযন্ত্রের গন্ধ খোঁজা!!!! পড়ার টেবিলে অন্যান্য বইয়ের সাথে কোরআনের একটি কপি পাওয়া গেলেই রব উঠে পাইছে জিহাদী! কোরআন কি তবে ষরযন্ত্রের তালিম দেয়? তাহলে কোরআন নিষিদ্ধ করা হোক! কোরআন পড়লে যদি ষরযন্ত্র হয়, দেশব্যাপী ঘরে ঘরে অভিযান চালানো হোক, যেখানে কোরআন পাওয়া যাবে সেখানেই এরেস্ট করা হবে। তাতে লাভ, সকল ষরযন্ত্র সমূলে বিনষ্ট করা যাবে!!!!!!
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৩
212759
পুস্পিতা লিখেছেন : যত ষড়যন্ত্রই করুক সময়ের ব্যবধানে ধর্মনিরপেক্ষতাবাদীরা পরাজিত হবেই।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৯
212765
পাতা বাহার লিখেছেন : বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই একটি করে কোরআন শরিফ আছে। কিন্তু সরকার আজও কোরাণ রাখা বা পড়ার কারণে কাউকে গ্রেপ্তার বা হয়রানী করে নাই। করলে, বাংলার অর্ধেক মুসলিম পরিবার কোরাণ রাখার দায়ে গ্রেপ্তার বা হয়রানীর শিকার হতো। বাস্তবে তা হয় নি। আর এতেই প্রমাণ হয় যে- হাসিনার সরকার কোরাণ পড়া ও কোরাণ রাখার কারণে কাউকে গ্রেপ্তার বা হয়রানী করছে না। মূলতঃ যারা কোরাণের নামে নিজস্ব গড়া ভ্রান্ত মতবাদ প্রচার করছে, ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেই সকল ইসলাম বিরোধীদের গ্রেপ্ত্ার ও হয়রানী করছে।
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
212905
পারভেজ লিখেছেন : আমাদের দেশের মুসলমানদের যে সংখ্যা উল্লেখ্ করা হয় ৯০% তা কতটুকু সত্য। না কি এর উল্টো।
268997
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
মাজহারুল ইসলাম লিখেছেন : জামায়াত না বাললীগের সাথে আঁতাত করছে তাহলে এদের গ্রেফতার কেন করল? আর এই যদি হয় আঁতাতের নমুনা তাহলে আঁতাত শব্দের অর্থ কি দাড়ায়?
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৪
212760
পুস্পিতা লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদীদের সাথে আঁতাত হতে পারে না।
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
212896
মাজহারুল ইসলাম লিখেছেন : কোন দিন হবে না
269007
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১২
পাতা বাহার লিখেছেন : হে বোরকা পরা ইসলামী লেবাসধারী নারীরা, তোমাদের বোরকার ভিতরে করে বোমা বহন করা ও কথিত ইসলামের নামে কথিত মুসলিম যোদ্ধাদের সহবাস ফুর্তি দেওয়া শিক্ষা নিতে না দিয়ে, হাসিনা সরকার বড় অন্যায় করেছে। এই অন্যায়ের জন্য হাসিনা সরকারকে আগামী মেয়াদেও ক্ষমতায় দেখতে চাই।
269010
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৯
দ্য স্লেভ লিখেছেন : আজ যদি সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নারীরা তাদের ধর্মীয় কোন অনুষ্ঠান করতো তাহলে কি পুলিশ এভাবে গ্রেফতার করতো?! আজ যদি সেই বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার অনুষ্ঠান হতো তাতে কি সরকার ওই নারীদের এভাবে হেনস্থা করতো?!

ইসলামী নামের শাসকের ইসলামের প্রতি আগ্রহ নেই এমন নয়,এরা ইসলাম নির্মূলে আগ্রহী
১০
269012
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২০
সুশীল লিখেছেন : মহিলা যজ্ঞি
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৯
212774
আলোকিত পথ লিখেছেন : জি, ২য় মুক্তিযুদ্ধের সৈনিক। আপনারে সালাম
১১
269033
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২২
আবু ফারিহা লিখেছেন : এসব বোনদের গ্রেফতার করে সরকার আবারও প্রমান করলো যে তারা ইসলামের কথা কুরান-হাদিসের কথা সহ্য করতে পারেনা।
১২
269034
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৪
শেখের পোলা লিখেছেন : একদিন ভারত ভাগ হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য আর পূর্ব পাকিস্তান স্বাধীন করাহল ইসলাম নির্মূল করার জন্যে৷ আর করল যারা তারা সবাই এই মাটিরই সন্তান, আদম, ইব্রাহীমের বংশধর৷ কি বিচিত্র প্রজন্ম!
১৩
269041
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৪
সত্যলিখন লিখেছেন :
১৪
269047
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৬
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : ভারতের দালালদের কাজ এরকমই হবে।
আঈক্কাবাশ লীগ দলটি-ধর্ম নিরপেক্ষতা বলতে বুঝে ইসলামের লোকদের গ্রেফতার,নির্মূলকে।
কোণ মূছোলোমাণোকে ওরা মেণে ণীটে পাড়ে ণা।
১৫
269056
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২৭
ইবনে হাসেম লিখেছেন : আল্লাহ তুমি আমার নিরীহ নিরপরাধ বোনদের সত্ত্বর মুক্তির ব্যবস্থা করে দাও, আমিন
১৬
269066
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৩
নেহায়েৎ লিখেছেন : তারা তাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবেই। ইসলাম এদেশ থেকে বিতারিত করার ষড়সন্ত্র কখনও কি সফল হবে?!?
১৭
269131
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : কোরআনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হাসিনার অবৈধ মন্ত্রিপরিষদ। এদেরকে ঝাটিয়ে বিদায় নাকরলে ভবিশ্যত প্রজন্ম ইসলাম ও কোরআন সম্পর্কে তাদের বৈরিতা সৃষ্টি হবে।
১৮
269275
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা অপেক্ষায় থাকলাম হাসিনা কতদিন তার এই কুতসিত আচরন নিয়ে ক্ষমতায় থাকে , তারপর একটা শব্দ আছে আমরা তারপর শব্দর অপেক্ষায় থাকলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File