আমরা দু'জন(মিযান-তাস্লিমা) ছাড়া সবাই অমানুষ।
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০১ মার্চ, ২০১৪, ০৭:২২:০০ সকাল
আশা করি এই বেআদবকে সবাই চিনেন।এবং আমার লেখার বিষয়ও ধারণা করতে পেরেছেন।
আমি স্তম্ভিত।বাংলাদেশের আলেম সমাজ এখনো ঘুমন্ত বলে।খুতবার বিরুদ্ধে এত বড় কথা বলেও এই বেআদবটা পার পেয়ে যাচ্ছেন!আলেম সমাজের কেউ একটু নিন্দাও জানালো না?
বেআদবটা সেদিন বক্তব্য শুরু করেছিল এক বিতর্কিত লেখিকার এই উক্তি দিয়ে,
‘বাংলাদেশের মানুষ এখনো মানুষ হয়ে উঠতে পারেনি। তারা নারী-পুরুষের মধ্যে বিভাজন করে।’
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এ উক্তি করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলাদেশিদের সামনে প্রশ্ন ছুড়ে দেন, ‘তসলিমা নাসরিনকে দেশে আনার জন্য আমরা কী করেতে পেরেছি?’
সেই দিন এই লেখিকাকে তিনি নারী আন্দোলনের কর্মী বলেছেন।এবং তাকে ফিরিয়ে আনতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।তবে কি তিনি তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন?তার মনে কি শামছুল হকের কান্ড ঘটানোর সাধ জাগিছে?
##বিঃদ্রঃ অবস্থা দৃষ্টে মনে হয় এই লেখিকাকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হচ্ছে।(আমার মতে)।আপনাদের মতামত শেয়ার করবেন।
<নিন্দা ও প্রতিবাদ>মিযানের কথা ও পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন