আমরা দু'জন(মিযান-তাস্লিমা) ছাড়া সবাই অমানুষ।

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০১ মার্চ, ২০১৪, ০৭:২২:০০ সকাল



আশা করি এই বেআদবকে সবাই চিনেন।এবং আমার লেখার বিষয়ও ধারণা করতে পেরেছেন।

আমি স্তম্ভিত।বাংলাদেশের আলেম সমাজ এখনো ঘুমন্ত বলে।খুতবার বিরুদ্ধে এত বড় কথা বলেও এই বেআদবটা পার পেয়ে যাচ্ছেন!আলেম সমাজের কেউ একটু নিন্দাও জানালো না?

বেআদবটা সেদিন বক্তব্য শুরু করেছিল এক বিতর্কিত লেখিকার এই উক্তি দিয়ে,

‘বাংলাদেশের মানুষ এখনো মানুষ হয়ে উঠতে পারেনি। তারা নারী-পুরুষের মধ্যে বিভাজন করে।’

বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এ উক্তি করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বাংলাদেশিদের সামনে প্রশ্ন ছুড়ে দেন, ‘তসলিমা নাসরিনকে দেশে আনার জন্য আমরা কী করেতে পেরেছি?’

সেই দিন এই লেখিকাকে তিনি নারী আন্দোলনের কর্মী বলেছেন।এবং তাকে ফিরিয়ে আনতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।তবে কি তিনি তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন?তার মনে কি শামছুল হকের কান্ড ঘটানোর সাধ জাগিছে?

##বিঃদ্রঃ অবস্থা দৃষ্টে মনে হয় এই লেখিকাকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হচ্ছে।(আমার মতে)।আপনাদের মতামত শেয়ার করবেন।

<নিন্দা ও প্রতিবাদ>মিযানের কথা ও পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184843
০১ মার্চ ২০১৪ সকাল ০৭:৫৯
মন সমন লিখেছেন : অনেক ধন্যবাদ
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:১০
136839
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
184844
০১ মার্চ ২০১৪ সকাল ০৭:৫৯
শেখের পোলা লিখেছেন : আমরা না চাইলেও আমাদের অনেক কিছুই দেখতে হবে৷ আমরা খাল কেটে কূমীর এনেছি৷ মওলানদের জেল ফাঁসীর ভয় আছে৷ একতা নেই৷
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
136840
নোমান২৯ লিখেছেন : যুক্তিযুক্ত মন্তব্য করেছেন।ধন্যবাদ।
184848
০১ মার্চ ২০১৪ সকাল ০৮:১৮
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : ওনার চৌদ্দ পুরুষ ঐ জঘন্য লেখিকাকে এ দেশে আনতে পারবেনা ।
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
136841
নোমান২৯ লিখেছেন : দেশে আসুক আমিও তা চাই না।তবে আপনি নিশ্চিত থাকেন বাআল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে দেশে ফিরিয়ে আনবে।তাছড়া মিজাইন্নার মতো খায়েস সম্পন্যা পুরুষরা তো আছেই।
184849
০১ মার্চ ২০১৪ সকাল ০৮:২১
নিমু মাহবুব লিখেছেন : ও ভারত চইলা গেলেই তো পারে
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:১৬
136842
নোমান২৯ লিখেছেন : এইগুলার উদ্দেশ্য সমাজ কলুষিত করা।ভারতে এইরকম অনেক আছে।তাই তার সেখানে কদর নাই।এই কারণে সে এখানে আসতে এত উদগ্রীব।
185017
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আওয়ামীলীগ ইচ্ছে থাকা সত্তে ও আনবেনা
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
137000
নোমান২৯ লিখেছেন : আনবে,আনবে।আপনি দেখবেন আনবে।
185264
০২ মার্চ ২০১৪ রাত ১২:৩০
সজল আহমেদ লিখেছেন : ভাই উনি মানুষটা শয়তানের বাচ্চা হইতে পারে তবে মীজান নামটা খারাপ নয়।পবিত্র কুরআন মাজীদেও মীজান শব্দটি আছে।অতএব (মিযাইন্না)বললে নামটার অপমান হয়।
০২ মার্চ ২০১৪ রাত ০২:২৮
137236
নোমান২৯ লিখেছেন : সর‍্যি,সর‍্যি।
187142
০৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৮
অজানা পথিক লিখেছেন : সময় বলে দিবে। হলেও হতে পারে
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
138784
নোমান২৯ লিখেছেন : ঠিক বলেছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File