আমাদের আছে স্বাধীন দেশ, স্বাধীন মোদের জাতি.........
লিখেছেন লিখেছেন তানভীর রানা জুয়েল ০১ মার্চ, ২০১৪, ০৮:৪৯:০৯ সকাল
আমাদের আছে স্বাধীন দেশ,
স্বাধীন মোদের জাতি
স্বাধীনভাবে সবার সাথে হয়রে মাতামাতি ।
স্বাধীনতার সাথে মিশে আছে
কত ত্যাগ, আছে কত প্রাণ
তাইতো মোরা লিখতে পারি মাতৃভাষায় গান ।
আজ পহেলা মার্চ
শুরু হয়ে গেলো
বাঙ্গালিদের স্বাধীনতার মাস।
ইয়া আল্লাহ
স্বাধীন দেশে
আমাদের
স্বাধীনভাবে বাঁচার অধিকার দিন।
সবাইকে স্বাধীনতার মাসের
শুভেচ্ছা ও অভিনন্দন।
বিষয়: সাহিত্য
৮১৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন