জাগো মুসলিম জাগো

লিখেছেন লিখেছেন নোমান২৯ ৩০ জানুয়ারি, ২০১৪, ০৮:২০:১৪ রাত

জাগো

হে মুসলিম উঠো,হে মুসলিম জাগো

তোমার ঘুম কি পুরোয় নি আজো?

আর কতকাল থাকবে তুমি ঘুমে মজে?

ধরায় যে আবার আসিছে ফিরে

ইসলাম পূর্ব আরব আর অনারব।

হে মুসলিম জাগো,হে মুসলিম উঠো

বিশ্বতাজ হারিয়ে সে যে ঘুমে মজিলে

আর কতকাল রবে তুমি ঘুমে মজে?

জাগো মুসলিম জাগো

উঠো,জাগো।

দেখ চেয়ে চারপাশ

দেখবে তুমি তোমার ভায়ের লাশ আর লাশ।

শোন শোন চারপাশ

শুনবে তুমি মজলুমের ক্রন্দন,রোনাজারি

আর জালিমের উল্লাস।

জাগো মুসলিম জাগো

তোমার কর্ণে পৌঁছুয়নি কি আজো

মজলুমের আর্তনাদ?

বক্ষে বিঁধেনি কি আজো

নির্যাতিতের হাহাকার?

তোমার চোক্ষে দর্শেনি কি আজো

অনাচার,অত্যাচার,অবিচার?

জাগো জাগো জাগো

হে মুসলিম জাগো

আর ঘুমে মজে রয়োনা

এবার তুমি জাগো।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170540
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগল Rose Roseচমত্কার
170542
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২২
নোমান২৯ লিখেছেন : অনেক ধন্যবাদ।
170642
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী।
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:২২
124563
নোমান২৯ লিখেছেন : শিগগির রাত পোহাবে যদি কুরআন-হাদীস আবার আঁকড়ে ধরি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File