এই কেমন রায় !!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩০ জানুয়ারি, ২০১৪, ০৮:২৭:৪৫ রাত
গতকাল রাষ্ট্রপক্ষের সকল আইনজীবী বললেন আমরা আসমিদের যাবত জীবন দণ্ড চাই, সবগুলা মিডিয়া তা ফলাও ভাবে প্রচার করেছে ৷
কিন্তু আজ রায় হলো মৃত্যু দন্ডের !!
আপনারা কি একটু চিন্তা করে দেখেছেন বিষয়টা! মামলার বাদী পক্ষের আইনজীবিরা বলল আমরা যাবত জীবন চাই আর আওয়ামী আদালত ফাঁসি দিয়ে দিলো !!
এমন ইতিহাস পৃথিবীর বুকে আগে ঘটেছে বলে আমার জানা নাই ৷
সাধারনত মামলার বাদী পক্ষের আইনজীবিরা আসামী যেটুকু শাস্তি প্রাপ্য তার চেয়ে অনেক অনেক গুন বেশি শাস্তি আশা করে বা মুখে বলে, এটাই স্বাভাবিক ৷ কিন্তু বাদী পক্ষের লোকেরে যে টুকু আশা করেছে তার চেয়ে বহুগুন বাড়িয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে একেবারে সর্বৌচ্ছ শাস্তি প্রদান করেছে এমন নজির বিশ্ব ইতিহাসে আছে বলে আমার জানা নাই ৷
এই রায়কে আমি বলে অবহিত করব ! আমি কি এটাকে প্রহসন বলব ! নাকি হাস্যকর বলব ! নাকি পাগলামি বলব ! ঠিক বুজে আসছেনা ৷
এক কোথায় মেঘ না চাইতেই তুফান !! বা এর চেয়ে বেশি কিছু ৷
বিষয়: রাজনীতি
১১০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন