শিক্ষনীয় ছোট্ট ঘটনা
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪১:১১ বিকাল
"অনেকদিন আগে পড়েছিলাম। নামটা মনে নেই।
জনৈক জ্ঞানী ব্যক্তি দীর্ঘ আট দশ বছর সাধনা করে,মেধা খাটিয়ে চিকিৎসা বিজ্ঞানের উপর একটি মূল্যবান বই লিখলেন।
দোয়াত কালির কাচা লেখার পান্ডুলিপি।
মাত্র লিখে শেষ করলেন।
ভাবলেন ছাপানোর কথা।
প্রেসে নেয়ার আগে তিনি পান্ডুলিপিখানা টেবিলের ওপর রেখে কি কাজে যেন একটু বাইরে গেলেন।
কাজ সেরে ঘরে ঢুকে টেবিলের দিকে তাকিয়ে তার চোখ কপালে!!
দেখলেন তার আদরের বিড়ালটা টেবিলে পানিভরা জগটা ফেলে দিয়েছে পান্ডুলিপির ওপর।
একেতো কাচা কালির লেখা। তার ওপর পানি পড়ে কালি ছড়িয়ে পান্ডুলিপিখানা আর পড়ার উপযোগী রইল না। দীর্ঘ দিনের পরিশ্রম আর সাধনার ফসল এক মুহুর্তেই ধুলিস্যাৎ!
এসব দেখে ওই জ্ঞানী ব্যক্তি তখন কী করলেন?
হা হুতাশ করলেন?
বিড়ালটিকে আচ্ছা মতো ধোলাই দিয়ে মনের ঝাল মেটালেন?
টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন?
না বন্ধু!
এসব কিছুই তিনি করলেন না।
শুধুমাত্র বিড়ালটিকে কোলে তুলে পিঠে আদর করে হাত বুলিয়ে বললেন, আমার এতোদিনের পরিশ্রম আর সাধনা তুই পন্ড করে দিলি!!
এরপর তিনি হতোদ্যম ও হতাশ না হয়ে আবার ওই বইটি পুনরায় লিখতে শুরু করলেন এবং একসময় আগের বইটির চেয়েও মানসম্পন্ন বই লিখে ফেললেন।
প্রিয় বন্ধুরা!এ দুনিয়াটা হলো একটি পরীক্ষার হল।
দুনিয়ার সামান্য পরীক্ষা ও বিপদাপদে আমরা হতাশ হয়ে পড়ি!
হতাশা আর পেরেশানিতে ছটফট করি!
টেনশন ফিল করে অনেকেই খাওয়া দাওয়া ছেড়ে দেই...
না বন্ধু!
এভাবে ক্ষতি ছাড়া কোন ফায়দা নেই।
বরং পরীক্ষা, টেনশন,বিপদাপদ ও মুসিবতে ধৈর্য্যধরে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হবে।
হতোদ্যম, ভগ্নমনোরথ না হয়ে পূনরায় কাজে লেগে যাও...
সফলতা তোমার পদচুম্বন করবেই!
ইন শা আল্লাহ্!
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষণীয় লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন