ঘুমন্ত মুসলিমরাই আগুনে জ্বলন্ত

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৪:১৮:৩৭ বিকাল



সারা দুনিয়ায় আজ মুসলিমরা নির্যাতিত। মুসলিমদের জন্য কোন শান্তি নেই, নেই কোন সুখ। প্রতিটি দেশের, প্রতিটি স্থানের মুসলিমরা প্রত্যক্ষ না হয় পরোক্ষ ভাবে নির্যাতনের শিকার হচ্ছেই। দিকে দিকে দেশে দেশে শুধুই মুসলিমদের হাহাকার। দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত শোনা যায় শুধুই মুসলিমদের আর্ত চিৎকার।

দুনিয়ার শাসকের স্থানে উপবিষ্ট দুনিয়ার প্রভু দাবীদারদের চোখেও পরেনা এসব। দুনিয়ার মুসলিমরাও উঠতে বসতে যাদের স্মরণ করে তাদের কানেও পৌছেনা মুসলিমদের আর্তনাদ। কিভাবে পৌছাবে! এসবের পিছনে যে তারাই কলকাঠি নাড়ে। যা মুসলিমদের নজরে পড়েনা। মুসলিমরা ভুল পথ বেছে নিয়েছে সঠিক মনে করে। মুসলিমরা ন্যায় থেকে সরে দাঁড়িয়েছে দাসত্ব মেনে নিয়ে।

তাদের উপর এতো নির্যাতন হচ্ছে, এতো অন্যায় করা হচ্ছে তবুও তারা চুপ। তাদেরকে আগুনে পুড়ানো হচ্ছে তবুও তারা নীরব। তাদের মা বোনকে ধর্ষণ করা হচ্ছে তাও তারা দর্শক হয়ে দেখে যাচ্ছে। তাদের ধর্মকে যখন তখন যেখানে সেখানে অবমাননা করা হচ্ছে তাও তারা সয়ে যাচ্ছে। এসবেরই ফসল এখনের এ পরিণতি।

একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের আর্তনাদে ফিরেও তাকায়না। নিজেদের মাঝে হিংসা বিদ্বেষ এমনই পর্যায়ে গেছে যে নিজেরা নিজেরা কোন্দল করতেও ভাবেনা। মুসলিমরা ভুলে গেছে তাদের অতীত ইতিহাস। তারা ভুলে গেছে এ দুনিয়া ছিল তাদের দখলে। তারা ছিল এ ধরার পরিচালক । মুসলিমরা ভুলে গেছে তাদের মাঝেই জন্ম নিয়েছিলেন সালাহ উদ্দীন আইয়ুবি, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসেমসহ অসংখ্য আর অগণিত বীর।

মুসলিমরা ঘুমিয়ে আছে। তারা এখনো গভীর নিদ্রায় আচ্ছন্ন। এ ঘুম আর এ নিস্তব্ধতা এমনই পর্যায়ে পৌছেছে যে কোরআনে আগুন লাগার পরও তারা নীরব। এ ঘুমের কারণেই তাদের হতে হচ্ছে দেশান্তর, মরতে হচ্ছে সাগরে ডুবে, দগ্ধ হচ্ছে আগুনে পুড়ে। যতদিন না তাদের ঘুম ভাংবে ততদিন তারা নির্যাতিত হবে। যেদিন তারা জেগে উঠবে সেদিন থেকেই দুনিয়া তাদের মুঠোয় আসতে শুরু করবে।

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380458
০৫ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৩৫
সত্যের বিজয় লিখেছেন : ঠিক
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৪৪
314867
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
380462
০৫ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:৪৬
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো/ অনেক ধন্যবাদ
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৪৪
314868
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অশেষ ধন্যবাদ
380473
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৫৩
হতভাগা লিখেছেন : ইহুদী নাসারাদের বিনোদন পেয়ে মুসলমানরা সেথায় মজে আছে
০৫ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৪৪
314869
ইশতিয়াক আহমেদ লিখেছেন : জ্বী। ঠিক বলেছের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File