যাঁচাই না করে অবিশ্বাস করো না।একটি ভুল সারা জীবনের কান্না

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ৩১ মে, ২০১৪, ০২:৩২:২৭ দুপুর

গভীর রাত।স্বামী ক্লান্ত শরীর নিয়ে, শত টেনশন মাথায় নিয়ে বাসায় আসলেন ৷ স্ত্রীকে প্রাণাধিক ভালবাসেন ৷ স্ত্রীর কষ্ট হবে তাই কলিংবেল না টিপেই গোপন স্থান থেকে চাবি নিয়ে দরজা খুললেন ৷ বেডরুমে ঢুকেই শরীরের সমস্ত রক্ত মাথায় উঠলো ৷ শখের বিছানায় দুই জোড়া পা পরস্পরকে আলিঙ্গন করে আছে ৷

পাতলা কাথা মুড়ি দিয়ে থাকায় মুখ দেখা যাচ্ছেনা ।পৃথিবী জুড়ে ভূকম্পন চলছে ৷ হঠাত্ চোখে পড়লো পাশের টেবিলে রাখা ধারালো বটি ৷ হাতে তুলে নিলেন ৷ বিশ্বাসঘাতক ! বলতে বলতে এলোপাতাড়ি আক্রমণ ৷ আঘাতের পর আঘাত ৷ বেডরুমে রক্তের বন্যা ৷ সব শেষ ৷ ক্লান্ত শরীর ৷ কলিজায় কারবালা ৷ একটু পানি খাওয়া প্রয়োজন ৷ রান্না ঘরের দিকে হাটা ধরলেন ৷ চমকে উঠলেন ৷ খাবার টেবিলে সাজানো ডিনার ৷ পাশে তার ভালবাসা অপেক্ষা করতে করতে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে ৷ আকাশ ভেঙ্গে মাথায় পড়লো ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল স্বামী৷ স্ত্রী সে শব্দে জেগে উঠলেন ৷ দৌড়ে এসে স্বামীকে ধরলেন ৷ চেয়ারে বসিয়ে বললেন ,জান, তোমার কি হলো ? আলহামদুলিল্লাহ , তোমার ভাই ভাবি এসেছেন ৷ বেডরুমটা তাদের জন্যে ছেড়ে দিয়েছি ৷ তুমি হাতমুখ ধুয়ে নাও , একসাথে খাবো ৷

স্বামী নির্বাক !

এ কি করলাম ?

কেন একটু জানতে চেষ্টা করলাম না !

কেন আমার বিশ্বাস এত হালকা !

কেন রাগকে নিয়ন্ত্রণ করলাম না !!

বিষয়: বিবিধ

১৮৬১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228652
৩১ মে ২০১৪ দুপুর ০২:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ মে ২০১৪ দুপুর ০৩:৪৬
175380
সত্যের বিজয় লিখেছেন : আপনাকেও ধন্যবাদ এবং ওয়েলকাম
228661
৩১ মে ২০১৪ দুপুর ০২:৪৪
মাটিরলাঠি লিখেছেন :
"একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে,
ভুল করেছে যারা সবাই, ভুক্তভোগী বটে।"

কিছু ভুল ফিরানো যায়না। ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।

৩১ মে ২০১৪ দুপুর ০৩:৪৭
175381
সত্যের বিজয় লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মুল্যবান কমেন্টের জন্য
228680
৩১ মে ২০১৪ দুপুর ০৩:২৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসলেই যাচাই না করে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক না।
৩১ মে ২০১৪ দুপুর ০৩:৪৯
175382
সত্যের বিজয় লিখেছেন : ঠিক বলেছেন বোন ।তবুও আমরা সতর্ক হই না।
228700
৩১ মে ২০১৪ বিকাল ০৪:০১
হতভাগা লিখেছেন : হলিউড মুভি The Mist দেখে নিয়েন । এলিয়েন + ভৌতিক। শেষের দিকে কাহিনী এরকমই ।
228704
৩১ মে ২০১৪ বিকাল ০৪:১১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। অন্তত এই অবিশ্বাসের পৃথিবীতে আজও মানুষকে বিশ্বাস করি। জীবনের এই মাঝ বয়সেও কখনো প্রতারিত হইনি। আল্লাহ যেন বাকি জীবনটা মানুষের প্রতি বিশ্বাস রাখার তৌফিক দান করেন আমিন।
228811
৩১ মে ২০১৪ রাত ১১:১০
সন্ধাতারা লিখেছেন : As a human being without good judgement we should not do any bad deeds. Because when it is done not possible to return it back. So we should think carefully before doing something wrong.
228847
০১ জুন ২০১৪ রাত ০৩:০১
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : ভালো লাগলো
228965
০১ জুন ২০১৪ দুপুর ০১:০৩
আলোকর্বর্তিকা লিখেছেন : সত্যি!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File