যাঁচাই না করে অবিশ্বাস করো না।একটি ভুল সারা জীবনের কান্না
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ৩১ মে, ২০১৪, ০২:৩২:২৭ দুপুর
গভীর রাত।স্বামী ক্লান্ত শরীর নিয়ে, শত টেনশন মাথায় নিয়ে বাসায় আসলেন ৷ স্ত্রীকে প্রাণাধিক ভালবাসেন ৷ স্ত্রীর কষ্ট হবে তাই কলিংবেল না টিপেই গোপন স্থান থেকে চাবি নিয়ে দরজা খুললেন ৷ বেডরুমে ঢুকেই শরীরের সমস্ত রক্ত মাথায় উঠলো ৷ শখের বিছানায় দুই জোড়া পা পরস্পরকে আলিঙ্গন করে আছে ৷
পাতলা কাথা মুড়ি দিয়ে থাকায় মুখ দেখা যাচ্ছেনা ।পৃথিবী জুড়ে ভূকম্পন চলছে ৷ হঠাত্ চোখে পড়লো পাশের টেবিলে রাখা ধারালো বটি ৷ হাতে তুলে নিলেন ৷ বিশ্বাসঘাতক ! বলতে বলতে এলোপাতাড়ি আক্রমণ ৷ আঘাতের পর আঘাত ৷ বেডরুমে রক্তের বন্যা ৷ সব শেষ ৷ ক্লান্ত শরীর ৷ কলিজায় কারবালা ৷ একটু পানি খাওয়া প্রয়োজন ৷ রান্না ঘরের দিকে হাটা ধরলেন ৷ চমকে উঠলেন ৷ খাবার টেবিলে সাজানো ডিনার ৷ পাশে তার ভালবাসা অপেক্ষা করতে করতে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে ৷ আকাশ ভেঙ্গে মাথায় পড়লো ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল স্বামী৷ স্ত্রী সে শব্দে জেগে উঠলেন ৷ দৌড়ে এসে স্বামীকে ধরলেন ৷ চেয়ারে বসিয়ে বললেন ,জান, তোমার কি হলো ? আলহামদুলিল্লাহ , তোমার ভাই ভাবি এসেছেন ৷ বেডরুমটা তাদের জন্যে ছেড়ে দিয়েছি ৷ তুমি হাতমুখ ধুয়ে নাও , একসাথে খাবো ৷
স্বামী নির্বাক !
এ কি করলাম ?
কেন একটু জানতে চেষ্টা করলাম না !
কেন আমার বিশ্বাস এত হালকা !
কেন রাগকে নিয়ন্ত্রণ করলাম না !!
বিষয়: বিবিধ
১৮৬১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে,
ভুল করেছে যারা সবাই, ভুক্তভোগী বটে।"
কিছু ভুল ফিরানো যায়না। ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন