নরেন্দ্র মোদী কি আল্লাহর কুকুর ?
লিখেছেন লিখেছেন মদীনার আলো ৩১ মে, ২০১৪, ০৩:১৫:২৯ দুপুর
বাগদাদ দখলের পর হালাকু খাঁর মেয়ে বাগদাদ ঘুরতে বের হল। পথিমধ্যে সে দেখল, একদল লোক একজন লোককে ঘিরে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। হালাকু কন্যা কৌতুহলী হয়ে লোকটি সম্পর্কে জানার জন্য লোক পাঠালো। খবর নিয়ে জানা গেল লোকটি একজন আলিম। অতঃপর আলিমকে হাজির করতে বলল।
মুসলিম আলিমটি যখন সম্রাটকন্যার সামনে এলেন, আলিমটিকে সম্রাটকন্যা প্রশ্ন করলঃ
সম্রাটকন্যাঃ তোমরা কি আল্লাহর প্রতি বিশ্বাসী নও?
আলিমঃ অবশ্যই।
সম্রাটকন্যাঃ তোমরা কি বিশ্বাস করো না যে, আল্লাহ তা‘আলা যাকে চান তাকে সাহায্য করেন?
আলিমঃ অবশ্যই।
সম্রাটকন্যাঃ আল্লাহ কি তোমাদের উপর আমাদেরকে সাহায্য করেন নি?
আলিমঃ অবশ্যই।
সম্রাটকন্যাঃ তার অর্থ কি এই নয় যে, আমরা তোমাদের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়?
আলিমঃ না।
সম্রাটকন্যাঃ কেন?
আলিমঃ তুমি রাখাল চেনো তো?
সম্রাটকন্যাঃ জ্বি, চিনি।
আলিমঃ রাখালের সাথে কি একদল কুকুর থাকে না?
সম্রাটকন্যাঃ অবশ্যই থাকে।
আলিমঃ যখন কোন মেষ বিক্ষিপ্ত হয়ে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন রাখাল কী করে?
সম্রাটকন্যাঃ রাখাল মেষগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য কুকুর পাঠায়।
আলিমঃ কুকুর কতক্ষণ মেষগুলোকে তাড়িয়ে বেড়ায়?
সম্রাটকন্যাঃ যতক্ষণ পর্যন্ত মেষগুলো ছত্রভঙ্গ থাকে।
আলিমঃ হে তাতারি! তোমরা হলে আল্লাহর জমীনে তার কুকুরের দল, যতদিন পর্যন্ত আমরা আল্লাহর নির্দেশিত পথ থেকে দূরে থাকব, তার আনুগত্য থেকে সরে থাকব, তোমরাও ততদিন পর্যন্ত আমাদের পেছনে লেগে থাকবে। যতদিন না আমরা আল্লাহর দিকে ফিরে আসি। [সংগৃহীত]
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলমান যতক্ষণ পর্যন্ত না বুঝতে শিখবে এবং অন্য কোন উপায় থাকবে না এক হওয়া ছাড়া ততক্ষণ তারা তাড়া করতেই থাকবে। এবং এক করার এটাই একমাত্র কার্যকরী পদ্ধতি।
দেখেন নাই জামায়াতকে সত্রু মনে করা হেফাজতে ইসলামী সময়ের প্রয়োজনে কিভাবে জামায়াতের প্রতি বিদ্বেষ ভুলতে বসেছিল? কিন্তু সরকার যখন তাড়ানো বন্ধ করে দিল, তখন ...
ধন্যবাদ
Click this link
সম্রাটকন্যাঃ যতক্ষণ পর্যন্ত মেষগুলো ছত্রভঙ্গ থাকে।'
মন্তব্য করতে লগইন করুন