একটি কবিতার জন্য!

লিখেছেন লিখেছেন আবরার আদিব ১৪ জানুয়ারি, ২০১৪, ০৫:৩৪:৩৩ বিকাল

একটি কবিতার জন্য আমি তোমার কাছে ভিখারী,

আমি বলেছিলাম আমি শুধু যন্ত্রণা চাই!

সহস্র বছর ধরে যা আমার পিছে ছুটবে

খুলে দিবে আমার বদ্ধ দুয়ারগুলোকে

আমি অবাক হয়ে চেয়ে দেখবো আমার সত্তাকে!

দুর্ভেদ্য কারাগারে যা ছিল বন্দি।

একটি মাত্র কবিতা, দু'চারটে লাইন

আমার কলম থেকে জন্ম নেবে।

আমি কিন্তু লোভী ছিলাম না!

আমি তখনো ভাবতে পারিনি

তুমি নিজেই এক মহাকাব্য!

তোমার ভিতরে কি অসহ্য বিশালতা

আমি একটু একটু করে তোমার ছন্দে মিশে যাই

তোমার প্রতিটি শব্দের রহস্যে

তোমার মায়াময় এই কবিতার গভীরে,

আমি নিজেই হারিয়ে যাই!

বিষয়: বিবিধ

১৬৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162472
১৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : পড়ে ভাল লাগলো। ধন্যবাদ।
১৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
116755
আবরার আদিব লিখেছেন : আপনার মন্ত্যবের জন্য ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File