তোমার আমার শহরে

লিখেছেন লিখেছেন আবরার আদিব ১৩ জানুয়ারি, ২০১৪, ০৮:৫০:৩৭ রাত

ধর, তোমার জন্য আমি একটি শহর বানিয়ে ফেললাম

যেখানে কেউ থাকবে না,থাকব শুধু আমি আর তুমি।

যে শহরেরে দালানের প্রতিটি ইট হবে আমার নকশায়,

এ শহরেরে প্রতিটি ল্যাম্পপোস্ট থাকবে তোমার ইশারায়!

আমার শার্টের কোণায় লিপস্টিক লাগানোর

জন্য থাকবে না কোনো লাস্যময়ী নারী!

অথবা তোমার দিকে আড়চোখে তাকানোর

মত বখাটে থাকবে না এই শহরের অলি-গলিতে!

এই শহরে বর্ষা নামবে তোমার ইচ্ছায় অযথাই,

এই শহরে জ্যোৎস্না নামবে প্রতি অমাবস্যায়!

তোমার জন্য নক্ষত্ররা জ্বলবে সারাবেলা,

তোমার জন্য সূর্য উঠবে দখিনের জানালায়!

ধর, এমন করেই কেটে যাবে এই বেলা

শুধু আমি আর তুমি,যেমন বলে কবিরা।

তোমার আমার এই অলৌকিক শহরে

আমার তোমার বসবাস আমার কল্পনাতে!

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File