শিরোনামহীন-২

লিখেছেন লিখেছেন আবরার আদিব ০৯ জানুয়ারি, ২০১৪, ১১:২৮:১৮ রাত

আমি তোমাকে আমার মত করে ভালোবাসতে চাই!

আমি তোমাকে জড়িয়ে ফেলব না,

আইনস্টাইনের 'আপেক্ষিকতা'য়!

তুমি আমার থাকবে চিরায়ত,

আমার কাছে তুমিই শাশ্বত!

তোমাকে ফেলে দেব না-

হাইজেনবার্গের অনিশ্চয়তায়!

তুমি পরম নিশ্চিত এখানে-

আমার সময়ে, আমার প্রতিটি পদক্ষেপে!

আমি তোমাকে আমার মত করে ভালোবাসতে চাই!

বিষয়: সাহিত্য

১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File