শিরোনামহীন-১
লিখেছেন লিখেছেন আবরার আদিব ০৯ জানুয়ারি, ২০১৪, ০২:৪০:৪২ দুপুর
দীর্ঘ যুদ্ধের পর ক্লান্ত সৈনিক মরু প্রান্তর পেরিয়ে
নির্বাক এক প্রস্তর খন্ডের পাশে একটু আয়েশে
বসতে গিয়ে চোখ পরে এক পাহাড়ী ফুলে।
খুব সাদামাটা, হালকা এক রঙ্গে রাঙ্গা-
তবুও কি অদ্ভুত এক প্রশান্তি দেয়।
সৈনিক এক গভীর শ্বাস ফেলে-
মেঘে ঢাকা আকাশের দিকে চেয়ে-
ভাবে, 'বাহ! জীবন বড় সুন্দর'।
আমি ও বারে বারে তোমার ওই নিস্পাপ মুখে
আমার জীবনের অর্থ খুঁজি।
নিজের কাছে নিজেই বলি ক্ষণে ক্ষণে-
বেঁচে থাকাটা বড় আনন্দের!
বিষয়: সাহিত্য
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন