একটুখানি ভেবেছো কি?
লিখেছেন লিখেছেন সুমাইয়া বিনতে আফসারী ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৪:৫৬ রাত
আল্লাহকে যে খুশী করতে পেরেছে আদম আঃ থেকে এই পর্যন্ত সেই সফল।চাই তাকে শূলিতে চড়ানো হোক,ফাসিতে ঝুলানো হোক,প্রাণী খেয়ে ফেলুক,যেই অবস্থায় থাকুক।আর যে আল্লাহকে নারাজ করেছে সে হাজার অট্রালিকা প্রাসাদের মাঝে থাকুকনা কেন সেই নাকামিয়াব।মানুষ মাটি থেকে তৈরী এই মাটিতেই তাকে যেতে হবে।ঝড় তূফান এসে যদি সেই মাটিকে উড়িয়ে নিয়ে যায় কোথায় থাকবে কবর তাওতো খুজে পাওয়া যাবেনা।দুনিয়াতো তিন দিন,এক দিন চলে গেলে তা আর ফিরে আসবেনা,কে সেই পাগল যে দাবী করতে পারবে যে আগামীকালের সূর্য্য সে দেখতে পাবে?আল্লাহতো নিজেই বলেছেন এই দুনিয়াতো খেলা তামাশা ছাড়া কিছুইনা।এই দুনিয়াকে কত মূল্যবান মনে করছি,চোখে পট্রি লাগিয়ে রেখেছি,অন্তরে মরিচা দিয়ে রেখেছি,গাফলতি দিয়ে জীবনকে সাজিয়েছি,কার জন্য দুনিয়ার জন্য?এই দুদিনের দুনিয়ার জন্য আল্লাহকে নারাজ করতেছি।অথচ আল্লাহ মহান,আললাহ সব চেয়ে বড়।তার কাছে রয়েছে আসমান ও জমীনের চাবিকাঠি।এখন যদি আল্লাহকেই নারাজ করে ফেলি তাহলে তার খাজানা থেকে অসংখ্য নেয়ামত ও রহমত কিভাবে হাসিল করব?
বিষয়: বিবিধ
১৯৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মান আহাব্বা লিল্লাহ, ওয়া আবগদা লিল্লাহ, ওয়া আ’তা লিল্লাহ, ওয়া মানা’আ লিল্লাহ; ফাক্বদিস তাকমালাল ইমান।
Click this link for TANZIL.NET
যেখানে
(১)
http://tanzil.net এর জায়গায় আপনার লিংক টা দেবেন, অবশ্যই http:// অংশটা থাকতে হবে।
(২)
Click this link এর জায়গায় আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন।
**আমার এবাউটে যেয়ে উদাহরণটা চেক করে দেখুন।
মন্তব্য করতে লগইন করুন