নামের বড়াই!!!
লিখেছেন লিখেছেন সুমাইয়া বিনতে আফসারী ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২০:১৪ সন্ধ্যা
অনেকগুলো নাম আমার
গাজীপুরে বাড়ী,
কেউ ডাকে সুমাইয়া
কেউবা আফসারী!
আম্মু ডাকে সোনা মণি
নানু ডাকে টুনি,
কি ঝামেলা!! বলতো তোমরা
এখন আমি
কার ডাকটি শুনি?
চাচ্চু আবার ডাকে আমায়
এই যে "সুমা" শোন,
দুষ্টুমীটা দাও তো বাদ
পড়াশোনায় দাও মন।
এসব কথা ছোট্টবেলার
যখন সবাই আমায়
একেক নামে ডাকতো,
সেসব নিয়ে তাদের
সঙে আমার
ভীষন ঝগড়া বাঁধতো!!
ঝগড়া শেষে ফলটা শূণ্য
সুমা, টুনি, মুনী-ই সবে ডাকে,
রাগে-দুঃখে খসখসিয়ে
বিচার দিতাম মাকে!
মা শুধু বলতো আমায়
ডাকুক না,
কি হয়েছে তাতে?
ওরা তোমায় বলবেই তুমি
খ্যাপে ওঠো যাতে!
কে শোনে কার কথা
ওরা আমায় বলতই,
ফলাফলে খ্যাপে ওঠতাম
কিলঘুষি চলতই!
এসব কথা সবই এখন
ফেলে আসা
দারুন মজার স্মৃতি,
সব ভুলে তো
এখন সবাই
ডাকে আমায় বিন্তি!
বিষয়: সাহিত্য
১৯৩৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আপু
বিন্তির জন্য-------------------
আমি ডাকবো "ভালো মেয়ে"
নামের অনুবাদ করে
"সু" অর্থ "ভালো"
"মাইয়া" মানে "মেয়ে"
মন্তব্য করতে লগইন করুন