“অনেক ক্ষেত্রে নাস্তিক জন্মানোর জন্য শিবির দায়ী”

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩৫:৪৯ সন্ধ্যা

“অনেক ক্ষেত্রে নাস্তিক জন্মানোর জন্য শিবির দায়ী”

আমাদের দেশের শিক্ষা বেবস্তা দুই ধারার। এক কওমি মাদরাসা,

এই: ধারায় শিক্ষার্থীদের শিক্ষা হতে শুরু করে রাজনীতি পর্যন্ত সব হাতে কলমে শিখিয়ে দেয়া হয়। তাই সাধারণত তারা একই চিন্তা চেতনার হয়ে থাকে।

দুই: সরকারি প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে স্কুল কলেজ ভার্সিটি ইত্যাদি।

এই ধারায় শুধু সাধারণ শিক্ষা দেয়া হয়। এখানে কোনো নির্দিষ্ট আদর্শের উপর শিক্ষা দেয়া হয়না।

তাই এই ধারায় শিক্ষিতদের নিজে পছন্দ করে আদর্শের সন্ধান নিতে হয়। তারা নিজ থেকেই আদর্শ খুজে নেয়। আদর্শ বলতে আমি এখানে রাজনৈতিক আদর্শটা কে বুঝাতে চাইছি।

রাজনীতির ময়দানে এসে যারা “সাধারণ” রাজনীতি করতে চায় তারা ছাত্র দল/ছাত্র লিগে যোগ দেয়।

আর যারা “সাধারণ” নয় আদর্শিক রাজনীতি করতে চায় তাদের সামনে দুইটা সংগঠন আসে।

এক: বাম নাস্তিক মতবাদে বিশ্বাসি ছাত্র ইউনিয়ন।

দুই: আদর্শ ভিত্তিক ছাত্র শিবির।

__তার মানে যারা আওয়ামি বিএনপি রাজনীতির বাহিরে আদর্শের রাজনীতিতে আসতে চায় তাদের সামনে ছাত্র শিবির / ছাত্র ইউনিয়ন ছাড়া তৃতিয় কোনো সংগঠন থাকে না।

হয়তো তারা নাস্তিক হবে না হয় শিবিরে যোগ দেবে। এখন শিবির হলে কি হবে এটা নিয়া অনেক বিতর্ক হতে পারে। তার পরেও শিবিরে যোগ দিলে আমার মুসলমান ভাইটা মুসলমান থাকবে নামাজ পরবে রোজা রাখবে ইমানের সাথে থাকবে সর্বোপরি নাস্তিক হবেনা।

এবার বলেন শিবির করা ছেলেটা কি অন্যায় করছে? যদি অন্যায় করে থাকে তাহলে ন্যায় কোনটা? ছাত্র ইউনিয়নে যোগ দেয়া?

কারন আমাদের আলেম ওলামারা এখন পর্যন্ত এমন কোনো ছাত্র সংগঠন তৈরী করতে পারেনি যেটা দেশের কলেজ ভার্সিটি গুলাতে কাজ চালাবে।

তাই আমার যৌক্তিতে যে ছেলেটি ঐ অবস্থায় ছাত্র ছাত্র ইউনিয়নে না গিয়ে ছাত্র শিবিরে যোগ দিয়েছে সে অবশ্যই অবশ্যই ভাল থেকে ভাল কাজটি করেছে।

কারো কাছে এর বিপরিত বক্তব্য থাকলে আমাকে যুক্তি দিয়ে বুজিয়ে দিন, তাহলে আমি কৃতজ্ঞ থাকব।

আমি শিরনামে লিখেছি অনেক ক্ষেত্রে নাস্তিক জন্মানোর জন্য শিবির দায়ী। এটা এই জন্যই বলেছি যে শিবির যদি আরো ভাবে মেহনত করত তাহলে আমার মনে হয় যে ছেলে গুলা ছাত্র ইউনিয়ন করে নাস্তিক হয়ে গেছে তাদের ঠেকানো যেতো।

শিবির যদি যথা সময়ে দাওয়াত নিয়ে যেতো তাহলে ঐ ছেলে গুলা আজ মুসলমান থাকত। এই অর্থে আমি শিবির কে দায়ী করছি। তবে আমরাও কম দায়ী নই।

সর্বশেষ ছোট করে বলি তৃতিয় আরেকটা রাস্তা আছে সেটা হলো দাওয়াতে তাবলিগ। সেখানে যদি কেও যায় তাহলে নুরুন আলা নুর।

বিষয়: রাজনীতি

১৬৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173864
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
বিন হারুন লিখেছেন : রাজনীতি বাদ দিয়ে শুধু ছাত্র হিসেবে থাকা যায় না?
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
128019
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : যায়...
173873
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ আমাদের সকল কে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌছানোর তৌফিক দান করেন
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
128018
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : আমিন
173982
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩০
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
128017
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : জনাব মাওলা; এই চোরের লিংকটা কেন দিলেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File