গল্প বলি শোনো প্রিয় নবীজীর… Happy

লিখেছেন লিখেছেন সুমাইয়া বিনতে আফসারী ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৩:১৯ সন্ধ্যা

আমাদের প্রিয় নবী যে সব সময় গম্ভীর হয়ে থাকতেন তা কিন্তু নয়।

অনেক সময় তিনি তাঁর আসহাব ও বন্ধুদের সাথে হাসিখুশিও করতেন। কিন্তু সে হাসিখুশি ছিল সম্পূর্ণ নির্দোষ। সবাই যেন হযরতের সাথে কথাবার্তা বলতে সাহস পায়, হযরতের হাসি খুশির এটাও একটা উদ্দেশ্য ছিল।

একদিন হল কি, এক ব্যক্তি এসে হযরত নূরনবীর(সাঃ) নিকট নিজের কাজের জন্য একটি উট চাইল। মহানবী(সাঃ) মজা করে তাকে বললেন __

"আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি একটি উটের বাচ্চা দিব।"

হুজুর, আমি বাচ্চা উট দিয়ে কি করব? আমার যে বড় উটের দরকার।

মহানবী(সাঃ) তখন হেসে বললেন,__"বড় উটও তো উটের বাচ্চা?"

নবীজীর এই কথায় লোকটি হেসে ফেলল। দেখলে তো, নবীজী মিথ্যা কথাও বললেন না, অথচ এরই মধ্য দিয়ে একটি চমৎকার কৌতুক সৃষ্টি হয়ে গেল।

আরেকদিনের ঘটনা। এক থুড়থুড়ে কুজো বুড়ি নবীজীর নিকট আসলে তিনি বললেন,__"বুড়ি কখনও বেহেশতে যেতে পারবে না।"

এ কথা শুনে বুড়ির সে কি কান্না! কাদতে কাদতে চোখের পানি নাকের পানি সব এক ফেলেছে! বুড়ি কাঁদতে কাঁদতে বলল,__ হযরত, আমার এখন কি উপায় হবে ?"

"নবীজী তখন বললেন,__" তুমি কি কুরআন শরীফ পড় নি যে, হাশরের দিন সব বুড়িকেই যুবতী করে দেওয়া হবে?"

বুড়ি যখন বুঝতে পারল যে, সে বেহেশতে যাওয়ার সময় আর বুড়ি থাকবে না, তখন তার আনন্দের আর সীমা রইলো না!!

কি মজার কৌতুক ! তাইনা! আমিতো হাসতে হাসতে হাফিয়ে যাচ্ছি…হা হা হা!

বিষয়: বিবিধ

২০১২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174682
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
পুস্পিতা লিখেছেন : হুমম... এই ধরনের কৌতুক শিক্ষণীয়।
174703
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Big Grin Big Grin Big Grin Bee Bee
খুব সুন্দর কৌতুক! অনেক ধন্যবাদ "ভালো-মেয়ে"মণি কে Big Grin Big Grin Rose Rose
174708
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফসারী মণি... প্রোপিক এ যেটা দিয়েছেন, সেটা কি আপনার ছবি? অনলাইনে (মেয়েদের ক্ষেত্রে) নিজের ছবি না দেয়াই উত্তম মনে করি।
কিছু মনে নিবেন না, আশা করছি ভাই মনে করবেন।
174726
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
174737
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
সিটিজি৪বিডি লিখেছেন : আরো শুনতে চাই।
174752
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
175137
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক সুন্দর ও শিক্ষণীয় শেয়ার। জাযাকিল্লাহ।
215145
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৭
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন
নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
২৩ মে ২০১৪ দুপুর ০৩:৪৬
172227
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : আমি আছি ।।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File