বিদায় জানালাম ফেসবুক কে।
লিখেছেন লিখেছেন স্বপ্নতরী ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৩:১৪ রাত
এই কিছুক্ষন আগে নিজের প্রিয় আইডিটি ডিএক্টিভেট করে দিলাম। বহু বন্ধুবান্ধব আর শুভাকাংখীদের অনুরোধ প্রত্যাখ্যান করেছি বুক ভরা কষ্ট নিয়ে। জানি তারা আমাকে অহংকারী ভাবতে পারেন। যে যত কিছুই ভাবুক আমাকে আমার কাজ করতে হয়েছে। কেন ছেড়ে দিলাম ফেসবুক এই প্রশ্ন পেয়েছি অর্ধশতাধিক মেসেজে। উত্তর দেইনি। লাইক কমেন্ট তো কম ছিলো না। অনেক বড় মনের কিছু বন্ধু ছিলো তাহলে কেন ছেড়ে দিলাম। উত্তরে কেবল বলেছি ব্যক্তিগত সমস্যা।
আগামীকালকে একটি পোস্টের ভিতর দিয়ে প্রকাশ করবো ফেসবুকের অনিহার কাহীনি। আল্লাহ হাফেজ।
বিষয়: বিবিধ
২৭৭৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন