যে দেশে মানুষকে গণ হারে হত্যা করা হয় সেই দেশে জীবন বাজি রেখে প্রানীকে রক্ষা করলো এক বালক।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৪:৩৭ রাত
বেলালকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড়
নোয়াখালীর বেলাল নামের এক কিশোর নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাপ দিয়ে একটি হরিণ শাবকের জীবন রক্ষা করেছে।এনিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে বাংলাদেশি কিশোরের বিস্ময়কর সাহসিকতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মূষলধারে বৃষ্টি হওয়ার কারণে নোয়াখালী অঞ্চলে একটি হরিণ শাবক তাদের দল থেকে হারিয়ে নদীর মধ্যে পড়ে যায়। এসময় নদীতে জোয়ার ছিল। বেলাল ও তার কয়েকজন বন্ধু এ ঘটনাটি দেখে। তবে কেউ এগিয়ে না আসলেও বেলাল নদীতে ঝাঁপ দেয়।
এসময় নদীর জোয়ারের পানির মধ্যে ডুব দিয়ে এক হাতে হরিণ শাবক নিয়ে আস্তে আস্তে তীরে চলে আসে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা ভাবছিলাম হয়ত বেলাল আর ফিরে আসবে না।
ওইসময় হাসিবুল ওয়াহাব নামের এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার উপস্থিত ছিলেন। তিনি কৌতুহলবশত এই ছবিগুলো তোলেন এবং পরে তা আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দেন। পরে হরিণ শাবকটি সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।
http://www.dailymail.co.uk/news/article-2552923/Deer-friends-Incredible-moment-brave-boy-risks-life-save-fawn-drowning.html
বিষয়: বিবিধ
১৯৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তখন পুলিশ লীগ এসে সন্ত্রাসীদের পক্ষ নিলে সেই পুলিশলীগের পা কেটে যদি কেও হাতে ধরিয়ে দিতে পারে তবেই হবে সে বাহাদুর। সন্ত্রাসী সে যেই হোক পুলিশলীগ বা ছাত্রলীগ তাদের বিপক্ষে দাড়ালেই হবে বাহাদুরি।
ছেলেটি অনেক সাহসের পরিচয় দিয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন