কয়কটা কৌতুক................
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩৯:৫০ দুপুর
১। স্বামী বনাম গাধা
স্ত্রী: বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কী?|
|
|
|
|
|
|
|
|
|
|
স্বামী: স্বামী গাধা হতে পারে। কিন্তু গাধাও এত বড় গাধা নয় যে সে স্বামী হবে!
২। কিছু মহাবাণী......
· হতাশাবাদীদের কাছ থেকে টাকা ধার করো। কারণ তারা ফেরত পাওয়ার আশা করবে না।
· ভুল বলো, নইলে বুঝতে পারবে না, সবাই তোমার কথা শুনছে কি না।
· সব সময় মনে রেখো, তুমি অন্য রকম। বাকি সবার মতো!
· পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ গণনা করতে পারে, আরেক ধরনের মানুষ পারে না।
· আহা! চুরি কোরো না। রাজা মশাই প্রতিযোগী পছন্দ করেন না।
· দুটি কথা বলার ছিল। প্রথম কথাটা হলো, দ্বিতীয় কথাটা খুবই গোপন—বলা যাবে না!
· আছাড় খাওয়া খুবই মজার একটা ব্যাপার, যদি সেটা আমার বেলায় না ঘটে।
· ব্যাংক তোমাকে তখনই টাকা ঋণ দেবে, যখন জানবে তোমার ঋণ না নেওয়ার মতো যথেষ্ট টাকা আছে।
· জীবনের প্রথম দুই বছর মা আমাকে হাঁটতে আর কথা বলতে শেখালেন। পরবর্তী ১০ বছর আমাকে যে কথাটা সবচেয়ে বেশিবার বললেন—‘চুপ করে বসে থাকো!’
· প্রতিটি পুরুষের সফলতার পেছনে একজন নারী থাকে, প্রতিটি পুরুষের ব্যর্থতার পেছনে আরেকজন নারী থাকে।
· প্রথমবার ‘স্কাই ডাইভিং’ করতে চাইলেই যে তোমার একটা প্যারাস্যুট প্রয়োজন হবে, তা নয়। তবে হ্যাঁ, প্রয়োজন হবে—যদি তুমি দ্বিতীয়বার স্কাই ডাইভিং করতে চাও।
· কাজ আমার খুব প্রিয়। তাই নিয়মিত অফিসে যাই। বসে বসে অন্যদের কাজ দেখি।
· মানুষ ভুল থেকে শিক্ষা নেয় না, এর প্রমাণ হলো, অনেকেই দ্বিতীয়বার বিয়ে করে।
· ফেসবুকে আপনার ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ দেওয়া আছে ‘ইটস কমপ্লিকেটেড।’ হুম, নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করে ‘সিঙ্গেল’ লিখুন।
২। ফ্যমিলি প্রবলেম..........
এক প্রবাসী বাঙলাদেশী ও এক আমেরিকান একসাথে ট্রেনে যাত্রা করছিল। পথিমেধ্য কথা হচ্ছিল-
বাংলাদেশী- ভাই, অনেক সমস্যায় আছি। আমার বাবা-মা গ্রামের এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। অথচ ঐ মেয়েকে আমি চিনি না। আমি অচেনা কোন মেয়েকে বিয়ে করতে চাই না। আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে চাই। এ নিয়ে ভাই অনেক পারিবারিক সমস্যায় আছি।
আমেরিকান- এই সমস্যা! আমারটা তাইলে শুনেন। আমি এক বিধবা মহিলাকে বিয়ে করি, যাকে আমি অনেক ভালবাসি। তার সাথে আমি প্রায় তিন বছর ডেটিং করেছি। বিয়ের পর আমার ববা আমার স্টেপ ডটারের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে। এখন আমার বাবা হইল আমার সন ইন ল।
আর আমার মেয়ে আমার মা, আর আমার বউ হইল আমার দাদী।
সমস্য আরো বাড়লো যখন আমার একটা ছেলে হল। আমার ছেলে হল আমার বাবার ভাই, সেই হিসাবে আমার চাচা। সম্যস্যা আরো গুরুতর হল যখন আমার স্টেপ ডটারের ঘরে আমার বাবার ছেলে হল। বাবার ছেলে হিসেবে সে আমার ভাই আবার স্টেপ ডটারের হিসাবে আমার নাতি!
শেষ পর্যন্ত আমিই আমার দাদা হলাম আবার আমিই আমার নাইত হলাম..........
আমার তুমি আছো ফ্যামিলি সমস্যায়!!!!!!!!
৪। স্টার জলসা.......
পুলিশঃ রাতে আপনার ঘরে চোর
ঢুকে সবকিছু নিয়ে গেছে, কিন্তু TV নেয়
নি কেন?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
মহিলাঃ আমি তখন tv
তে স্টারজলসা দেখছিলাম, তাই
ওটা নিতে দেই নি।
♥হায় রে জলসা♥
বিষয়: বিবিধ
১৩৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অতিশয় ভাল লাগিল
মন্তব্য করতে লগইন করুন