চেতনা
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ২৭ মার্চ, ২০১৪, ০২:১২:২৪ দুপুর
চেতনা?
এমন এক ম্যাগনেট
সংস্পর্শেই কানা ভোলাও
বিশাল বপু প্রেগনেন্ট।
...........
লোক দেখানো চেতনা?
আজ বড়ই দাপটভাব
এর ঠ্যালায় নীতির মায়ের
বেশ অভাব।
...
দেখছি
চেতনার ঠ্যালার জোড়ে
জ্ঞানী তকমার মানুষগুলো
গাধা হয়ে ঘোরে।
.............
ভাবছি
কবে টাকার মালিক হব?
কিছু টাকা খরচা দিয়ে
রেকর্ড বইতে শেয়ার হব।
(আমি ছড়ার ছ-ও পারিনা তাই এই ঘোড়ারডিম প্রসব করলাম। ডন্ট মাইন্ড )
বিষয়: বিবিধ
১৪৩৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শব্দ চয়ন ও ভাষার ব্যবহার মাধুর্য্যময়
চালিয়ে যান , আপনাকে দিয়েই হবে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
পো্স্টে প্লাস++++++++
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন