আমার যে কি হইলো আল্লাহ তায়ালাই জানে।
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ০১ মার্চ, ২০১৪, ১০:১৩:৪০ সকাল
সমস্যা: ভুলোমন যাকে বলে। সাইকেলের আর ড্রয়ারের চাবিতো প্রতিদিন-ই হারাই কয়েকবার।
কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ে করব ঠিক করলে ঐ সময়ের অনেক পরে মনে পরে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার মাঝে মাঝে সিদ্ধান্ত নিয়েছিলাম কিনা তা নিয়েই কনফিউশনে পড়ি।
ফিলিংস: আমি মনে হয় আইনস্টাইনের দিকে যাচ্ছি।
বেচারা আইনস্টাইনের কথা চিন্তা করেই আপাতত শান্তি পাচ্ছি। অবশ্য বড় বড় সব বিজ্ঞানী বা মনীষীরাই আমার মত ছিলেন
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডাক্তার আর রোগী কথা বলছে:-
ডাক্তার: বলুন আপনার সমস্যা কী?
রোগী: ডাক্তার সাব, আমি স্বপ্নে দেখছি আমি বিশাল একটা শশা খাচ্ছি।
ডাক্তার: তো কি হইছে?
রোগী: সমস্যা হইল সকালে উইঠা দেখি আমার কোলবালিশ অর্ধেক নাই।
ডিম আগে না মুরগী আগে এই টা চিন্তা করতে থাকুন
সাবধান ! চিন্তার সময় আবার ডিম মনে করে নিজের ঘড়ি বা মোবাইল খানা সিদ্ধ করে দিয়েন না,
এইভাবে মাসে চৌদ্দবার ভিবিন্ন ধরনের ক্রু বের করবেন আস্তে আস্তে আপনি সুস্থ্য হয়ে যাবেন আশা করি
মন্তব্য করতে লগইন করুন