আল্লাহ তাকে ভালো রাখুন.....

লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ২৯ মার্চ, ২০১৪, ০৪:০৫:১৮ বিকাল

গতকাল ঢাকার নবাবগঞ্জ গিয়েছিলাম। বাস স্ট্যান্ডে পৌছাতে দুপুর ১.১৪ বেজে গেল। ভাবলাম গন্তব্যে যেয়ে পাশের মসজিদে জুমা পড়ব নাকি বাজারের পাশের মসজিদেই পড়ে যাব। সিদ্ধান্ত নিলাম বাজারের পাশের মসজিদেই পড়ে যাই, বলা যায় না জুমার নামাজ বলে- কথা জামায়াত মিস করলে শেষ!

মসজিদ দেখে অবাক হলাম ঢাকার শেষ সীমা, গ্রাম এলাকা কিন্তু মসজিদগুলো অসাধারণ রকম উন্নত। প্রায় সব মসজিদই আধুনিক। যেগুলোতে আধুনিকতার ছোয়া লাগেনি সেগুলো দেখলে সমীহ জাগে এই ভেবে যে, এককালে এগুলোই ঐ সময়কার উন্নত ছিল।

ইমাম সাহেবের বক্তব্য তেমন শুনতে পারিনি, অজু করে মূল অংশে ঢুকতে ঢুকতে সুন্নতে দাড়িয়ে গেছে। সুন্নত আদায়ের পরে ইমাম সাহেব খুতবা একেবারে বক্তৃতার ঢং-এ দিলেন। আমাদের দেশে সাধারণত ইমাম সাহেবরা সুর করে খুতবা দেন কিন্তু কিছু কিছু আলেম নিজে তৈরী করে খুতবা দেন আরবীতে এবং সেখানে সুর দেননা।

যেমন কাটাবন মসজিদের ইমাম সাহেব খুতবা একবারে বক্তৃতার মত দেন (পূর্বের অভিজ্ঞতা) । তার নামাজের তোলাওয়াত আমার কাছে তেমন ভালো লাগেনি (অনেকের কাছে লাগতে পারে, আমি বিশেষজ্ঞ নই)। ভাবলাম এই ইমাম সাহেব বুঝি এরকম বেসুরো তেলাওয়াত করবেন। কিন্তু আমি নামাজে দাড়িয়ে ভাবছিলাম এই তেলাওয়ার আরো দীর্ঘ হউক আরো..... আরো....। ওহ... অসাধারণ গায়কী তেলাওয়াত।

আমাদের দেশে অনেক ইমামকে দেখা যায় তেলাওয়াতে সুর দিতে গিয়ে তাজবীদ হারিয়ে ফেলেন অর্থাত শুদ্ধতার অভাব হয়। কিন্তু ওনার তেলাওয়াত আমার মনে হয়েছিল পুরো শুদ্ধ এবং চমতকার উচ্চারণ।

নামাজ শেষে মুনাজাতের এক অংশে ইমাম সাহেব ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত সকল শহীদদের জান্নাত দানের জন্য দোয়া করলেন শুনে সত্যিই মনটা ভরে গেলো। এই লোক নিশ্চয়ই সচেতন ইমাম, অনেক গা বাচিয়ে চলা ইমামদের মত নয়।

আল্লাহ তাকে বাচিয়ে রাখুন অনেক দিন, তার দ্বারা দ্বীনের খেদমত করান। আমীন।

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199760
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৮
149419
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
199789
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
শিশির ভেজা ভোর লিখেছেন : আল্লাহ তাকে বাচিয়ে রাখুন অনেক দিন, তার দ্বারা দ্বীনের খেদমত করান। আমীন।
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৫
149872
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আমীন। পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
199956
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:৪৮
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগলো ভাই লেখাটি। আল্লাহ তাকে বাচিয়ে রাখুন অনেক দিন, তার দ্বারা দ্বীনের খেদমত করান। আ-মী-ন।
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
149873
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ। আমীন।
200017
২৯ মার্চ ২০১৪ রাত ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
149874
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File