এই বিষয়টা নিয়ে টুডে ব্লগে লিখব কিন্তু ওপেন হয় নাই এতদিন। মনে দুখ নিয়েই লিখেছি।
লিখেছেন লিখেছেন মিষ্টি স্বপ্ন আরিফ ০৬ মার্চ, ২০১৪, ১১:০১:৪২ সকাল
এই বিষয়টা নিয়ে টুডে ব্লগে লিখব কিন্তু ওপেন হয় নাই এতদিন। মনে দুখ নিয়েই লিখেছি।
ফেসবুকে দেখি চরমোনাইদের মাওলানা মওদূদী বিষয়ে আবার জিগির উঠছে। এইগুলা কোন জাতের নাকি স্বতন্ত্র জাতটাই চরমোনাই বুঝলাম না। ভিন্ন মতের কারো নাম নিলেই আগে পরে ফাসেক, কাফের, মুরদাত ইত্যাদি ট্যাগ দিবই। আব্বে মুফতীগীরী সব নিজেরা কইরাইতো আদালাত থেকে এটারে প্রায় নিষিদ্ধ কইরা ফেলছস। আসলে ঠ্যালাওয়ালা বিমান চালাইলে যা হওয়ার তাই হয়।
প্রত্যেক ব্যাক্তিরই কোন না কোন দোষ থাকতেই পারে এবং অন্য কারো মতের সাথে না মিলতেই পারে তাই বলে রেডিমেট ফতোয়া? ঐটাকি চরমোনাইর বাপ-দারা সম্পত্তি নাকি দেওবন্দের? পীরগীরী ওদের জীবীকা হতে পারে কিন্তু ইসলামের বিষয় নিয়ে মাদবরি বা বাড়াবাড়ি দেখলে মেজাজটা সাত আসমানে চড়ে যায়।
রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা, যা। কিন্তু তাই বলে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করবি তাইলে বান্দর দেখিস ঔ বিধর্মীরাই তোদের খুবড়ে খাবে তখন মজা টের পাবি? এখন জামায়াতের বিপদ দেখেতো দাত কেলায়ে হাসছ তোদের বিপদে দেখিস এই জামায়াত তোদের সাহায্য করবে। আমি জমায়াতের রাজনীইতর সাথে জড়িত নই কিন্তু ওদের থিওরী কিছুটা বুঝি।
দুয়েকটা মাহফিল আর ঘরের কোণায় কয়েকটা সমাবেশ করলেই বোঝা যায় না নিজেদের অবস্থান। যখন প্রকাশ্যে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং মানব জীবনের সকল প্রয়োজনীয় মতবাদ মানুষে সামনে প্রকাশ করবে এবং মানুষ মানুষ এটাকে গ্রহণ করবে তখন বোঝা যাবে কতটা গ্রহণযোগ্য। চরমোনাইর মাহফিলে যত মানুষ আসে তত ভোট পীর সাহেবও পাননা। কিন্তু কেন? ঐ তাবলীগর মত আর কি, এক ফালেই জান্নাতে যাবে কিন্ত কষ্ট বা ত্যাগ করা ওদের কম্ম না।
পরিবারতন্ত্র নিয়ে না হয় বললাম না। ইসলামের কোন জায়গা এই জিনিষটা আছে আমি বুঝিনা। নাকি নবীদের বংশ পরম্পরা বিষয়টা ফলো করে কে জানে? পীরের পোলায় পীর, এই অর্থে দুনিয়ায় খারাপ মানুষ হওয়ার কথানা কারণ আমরা সবাই আদম আ. এর সন্তান।
তাও বলি এক হউন। এটা নিজেদের ভালোর জন্য, চরমোনাইর জন্য জামায়াতের বা জামায়াতের জন্য চরমোনাইর যত ক্ষতি হবে তার চেয়ে বেশী ক্ষতি হবে ইসলামের। আল্লাহ সবাইকে হেদায়াত করুন এবং সঠিক বুঝ দান করুন। আমীন।
(কেউ কষ্ট পেলে দুখিত)
০৪/০৩/২০১৪ইং
আরিফুল ইসলাম
বিষয়: বিবিধ
১৬১২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতীদেরকে বলব ভাই, দাদাগীরী আর কত করবেন? নিজেদের দিকে তাকান, দেশের দিকে তাকান, বিশ্বের দিকে তাকান, ইসলামের দিকে তাকান।
আরা জামায়াত কখনই এমন ভাব করেনি যে তারাই ইসলামের সব। কারো দোষ থাকলে সমালেচনার রীতি শুধু জামায়াতেই আছে এহতেসাবের মাধ্যমে। আর চরমোনাই সরাসরি ফতোয়া ঝাড়তেই ওস্তাদ।
আর তওহীদ এর বিপরীত শিরক। তারা নিঃসন্দেহে শিরকে লিপ্ত।
মন্তব্য করতে লগইন করুন