!!!!!!! কেন এই হীন ও জঘণ্যতম প্রপাগান্ডা !!!!!!!

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪৩:১৬ দুপুর

বিগত কয়েকদিন ধরে নিচের এই পোষ্টগুলো ফেসবুকে ক্রমান্বয়ে আসছে । মনে হচ্ছে আওয়ামী লীগ ও বামেরা জামায়াত ও ইসলামী দলগুলোকে ফাসানোর জন্য জীবনের সর্ব শক্তি প্রজ্ঞা বুদ্ধি নিয়োগ করে একটার পর একটা চাল দিতেই আছে শেষে যে চালটি সব জায়গায় বিশ্বাসযোগ্য হবে বলে মনে করছে তাই এখন শুরু করেছে ।

মুসলমানদের বিরুদ্ধে কেন আওয়ামীরা এত অতীষ্ট বা এত হিংস্র আপনারা কি কোন কারণ অনুধাবন করতে পেরেছেন কি ????











বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177807
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
130913
আমি মুসাফির লিখেছেন : আমার মনে হচ্ছে সাগরে যদি কেহ পড়ে তখন জীবন বাচানোর জন্য হাতের কাছে যা পায় তাই আকড়িয়ে ধরে বাচতে চায় আওয়ামীদের মনে হয় সেই অবস্থা চলছে নইলে ভাল কাজ রেখে অন্যেল পিছে এত লাগবে কেন??
অবশ্যই মুসলমানদের বিজয় হবেই ইনশা আল্লাহ।
অনেক ধন্যবাদ ।
177854
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
মুসলমানদের বিরুদ্ধে কেন আওয়ামীরা এত অতীষ্ট বা এত হিংস্র আপনারা কি কোন কারণ অনুধাবন করতে পেরেছেন কি ????


-তারা চায় যে, তারা যেমন কাফের, তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যাও। অতএব, তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে চলে আসে। অত:পর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও কর এবং যেখানে পাও হত্যা কর। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। [আন্‌নেসা-৮৯]
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
130981
আমি মুসাফির লিখেছেন : তাই যদি আওয়ামীরা মনে করে তবে মুসলমানের নামটা কেন ব্যহার করছে । নামের জন্যই তো লোক ধোকা খাচ্চে । কাফেরদেরতো চেনা যায় কিন্তু মুনাফিকদেরতো চেনাই কঠিন এখন যদিও বুঝা যাচ্ছে কিন্তু তাদের সহযোগীরা তো তাদের ছাড়ছে না। নামটা বদলালে হয়ত বা ছাড়ত।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
177855
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
130982
আমি মুসাফির লিখেছেন : এই অভ্যাস গড়ে তুললে আওয়ামীরা সব জায়গা হতে বিতাড়িত ও উচিত শিক্ষা পেত যদিও আওয়ামীদের লজ্ঝা নাই তবুও কিছুটা হলেও তারা সংযমী হত।
অশেষ ধন্যবাদ এই দৃশ্যটি দর্শকদের সামনে তুলে ধরার জন্য ।
177858
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৬
নতুন মস লিখেছেন : চমত্‍কার দু নাম্বারী আইডিয়া
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
130983
আমি মুসাফির লিখেছেন : দু নাম্বারীদেরতো দু নাম্বারী আইডিয়ায় থাকে এবং তার মাধ্যমেই চলে ।
সুন্দর উপলিব্ধ অনেক ধন্যবাদ।
177934
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : যুগে যুগেই বাতিলেরা হক্বের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টায় লিপ্ত ছিল। এর ধারাবাহিকতা চলছে, চলবে।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১১
131079
আমি মুসাফির লিখেছেন : এটা ঠিক । তবে বাতিলের ধরনটা একটু ভিন্ন । এরা নিজেদেরকে প্রকৃত মুসলমান বলে দাবী করে। এটাই আফসোস।

অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File