জোর পূর্বক সংসার
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৫ জুন, ২০১৪, ০৫:০৬:২২ বিকাল
সিনেমার নায়ক-নায়িকাদের একটা জিনিস আমার ভালো লাগে। তারা অনেক ফ্রান্ক। প্রতারণা করে সংসার করছে না । ভালো লাগে না -বিদায় । কিন্তু আমরা । ভালো লাগে না, করছি সংসার আবার লুকিয়ে লুকিয়ে আরো কয়েক জনের সাথে করি সম্পর্ক । ভালোমানুষের একটা মুখোশ চাপিয়ে রাখতে চাই সব সময় ।
আর আমাদের মেয়েরা নিরুপায় । আর্থিক স্বাবলম্বিতা নেই বলে প্রতিদিন মার খান তবুও ভয় পান স্বামী যদি তালাক দেয়. বাচ্চাগুলোকে নিয়ে কোথায় দাড়াবেন ? স্বামী যদি তাড়িয়ে দেয়, বাবার বাড়িতে ঠাই হবে কি? এই সমাজ তাকে আশ্রয় দিতে না পারলেও অপবাদ দিবে ঠিকই, শরীরটাকে ভোগ করতে চাইবে । এসব কারণে মেয়েরা মন্দের ভালো হিসেবে সংসারটা চালিয়ে যায় । সব মেয়ে যে ভালো এবং নির্যাতনের স্বীকার তা নয় । কিছু মেয়ে স্বামীরটা খাবে, আবার পরকিয়া করে দেহ দিবে আরেক নাগরকে । কিন্তু এদের সংখ্যা বেশি না ।
এই সমাজে এই জোরপূর্বক সংসার একেবারে কম নয় । সমাধান কি?
ক. ইউরোপের মতো নারী-পুরুষ সবাই সাবলম্বী হলে কেউ কারো উপর নির্ভরশীল হবে না ।
খ. তালাক একটি পাপ এই চিন্তা দূর করতে হবে সমাজ থেকে
গ. একাধিক বিয়েকে অবৈধ বলা ঠিক হবে না
ঘ. সম্পর্কগুলোকে বিশ্বাসপূর্ণ রাখতে হবে
ঙ. প্রতারনাকে না বলুন ।
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন