জোর পূর্বক সংসার

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৫ জুন, ২০১৪, ০৫:০৬:২২ বিকাল

সিনেমার নায়ক-নায়িকাদের একটা জিনিস আমার ভালো লাগে। তারা অনেক ফ্রান্ক। প্রতারণা করে সংসার করছে না । ভালো লাগে না -বিদায় । কিন্তু আমরা । ভালো লাগে না, করছি সংসার আবার লুকিয়ে লুকিয়ে আরো কয়েক জনের সাথে করি সম্পর্ক । ভালোমানুষের একটা মুখোশ চাপিয়ে রাখতে চাই সব সময় ।

আর আমাদের মেয়েরা নিরুপায় । আর্থিক স্বাবলম্বিতা নেই বলে প্রতিদিন মার খান তবুও ভয় পান স্বামী যদি তালাক দেয়. বাচ্চাগুলোকে নিয়ে কোথায় দাড়াবেন ? স্বামী যদি তাড়িয়ে দেয়, বাবার বাড়িতে ঠাই হবে কি? এই সমাজ তাকে আশ্রয় দিতে না পারলেও অপবাদ দিবে ঠিকই, শরীরটাকে ভোগ করতে চাইবে । এসব কারণে মেয়েরা মন্দের ভালো হিসেবে সংসারটা চালিয়ে যায় । সব মেয়ে যে ভালো এবং নির্যাতনের স্বীকার তা নয় । কিছু মেয়ে স্বামীরটা খাবে, আবার পরকিয়া করে দেহ দিবে আরেক নাগরকে । কিন্তু এদের সংখ্যা বেশি না ।

এই সমাজে এই জোরপূর্বক সংসার একেবারে কম নয় । সমাধান কি?

ক. ইউরোপের মতো নারী-পুরুষ সবাই সাবলম্বী হলে কেউ কারো উপর নির্ভরশীল হবে না ।

খ. তালাক একটি পাপ এই চিন্তা দূর করতে হবে সমাজ থেকে

গ. একাধিক বিয়েকে অবৈধ বলা ঠিক হবে না

ঘ. সম্পর্কগুলোকে বিশ্বাসপূর্ণ রাখতে হবে

ঙ. প্রতারনাকে না বলুন ।

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230983
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:১৭
চোরাবালি লিখেছেন : ইউরোপে তো দারুন স্বাবলম্বী মেয়েরা। শিশু অবস্থায় আশ্রম; যৌবনে কারো গাল ফ্রেন্ড আর বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম। যৌবন ফুরালে কেও খোজে নাBig Grin Big Grin Big Grin Big Grin Big Grin দেখার কেও নাই। বাচ্চারা আসে বছরে একবার ফুল নিয়ে।
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১১
177751
স্বপ্নীল৫৬ লিখেছেন : তবুও তো কিছু আশ্রম আছে, আমাদের তো কিছু নাই
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
177783
চোরাবালি লিখেছেন : যে দেশেতে আপনারা পরাধীন সে দেশগুলোতে ১০০ তে ৯৯% বা ৯৯.৯৯% ছেলেই মা বাব যত বৃদ্ধই হউক না কেন তাদের ছাড়া থাকতে পারে না বা থাকে না আর যে দেশের উদাহরণ দেন সে দেশে আপনার সে--- মেশিন ছাড়া আর কিছুই না।
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
177802
স্বপ্নীল৫৬ লিখেছেন : আমাদের এখানে মা বাবাদের দিকে ছেলে মেয়েরা খেয়াল রাখে এটা ভালো দিক, যদিও মেয়েরা কম সুযোগ পায় ।
০৫ জুন ২০১৪ রাত ০৮:৩১
177829
চোরাবালি লিখেছেন : নষ্টদের দিকে দৃষ্টি না দিয়ে সৃষ্টিশীলদের প্রতি দিন জীবন বদলে যাবে। এদেশে এখন অধিকাংশ ছেলে আগে মায়েরটা কিনে তার পর অন্যেরটা।
০৫ জুন ২০১৪ রাত ০৯:২৭
177842
স্বপ্নীল৫৬ লিখেছেন : এই ছেলেগুলো ভালো কোনো আপত্তি নেই, তবে নষ্ট ও সৃষ্টিশীল সংগায়িত করা কঠিন
230985
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:১৮
আলোকর্বর্তিকা লিখেছেন : ""কিছু মেয়ে স্বামীরটা খাবে, আবার পরকিয়া করে দেহ দিবে আরেক নাগরকে"" এদের সংখাই বেশী। পার্কে গিয়ে দেখেন!! বেশীরভাগ জুটি ১৮-২৫ বছরের ছেলে আর ৩০-৪৫ বছরের নারী!!
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১০
177750
স্বপ্নীল৫৬ লিখেছেন : ছোট বা কাছাকাছি বয়স তো বেশি দেখি
230986
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:২০
চোরাবালি লিখেছেন : আর হ্যাঁ ছেলেরা কিন্তু লুকিয়ে সম্পর্ক করলেও করে নারীদের সাথেই; আপনারা কিন্তু পশ্রয় দেন বউ বাচ্চা আছে সেটা জানার পরও
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১০
177749
স্বপ্নীল৫৬ লিখেছেন : কারণ বউ বাচ্চা ওয়ালা মেয়েদের দায়িত্ব নেয়া লাগে না,তারা ছেলেদের বিয়ের জন্য চাপ দেয় না
230998
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:৪২
আনিসুর রহমান লিখেছেন : I think the relationship between men and women (i.e married, defacto etc) are very complicated matter. Lots of factors are involve so it is not a easy to concluded any think about this matter. For example, in Ausrtalia nearly 65 to 70% man did not marry because of they did not want to take any responsibility.
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
177748
স্বপ্নীল৫৬ লিখেছেন : ধন্যবাদ নতুন তথ্য দেবার জন্য
231004
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:৪৮
হতভাগা লিখেছেন : এত কাহিনী করার কি আছে ? সোজা তালাক দিয়ে দেবেন ( তালাক কিন্তু নিকৃষ্ট হালাল) । আপনাদের লাভ ছাড়া কোন লোকসানই নেই । সময় থাকতে থাকতে আরেকটা বাগাবেন ।

০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
177746
স্বপ্নীল৫৬ লিখেছেন : লাভ ছেলে মেয়ে নির্বিশেষে
০৮ জুন ২০১৪ দুপুর ০১:৫৭
178991
প্রেসিডেন্ট লিখেছেন : হতভাগা ভাই, এমন ধরনের মন্তব্য কাঙ্খিত নয়। একটু ভালভাবে বলা যায়।
231017
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এমন যেন জীবনে না হয়। জীবনে একজনই চাই যে হবে পরিপূর্ণ জীবন সঙ্গিনী
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
177756
স্বপ্নীল৫৬ লিখেছেন : সব সময় মনের এই অবস্থা নাও থাকতে পারে
231018
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১২
তহুরা লিখেছেন :
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
177754
স্বপ্নীল৫৬ লিখেছেন : ছবিটা অসাধারণ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File