কেন ছাত্র রাজনীতি বন্ধ হয় না
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১১ মে, ২০১৪, ০৪:২৮:০৫ বিকাল
পৃথিবীতে যারাই ক্ষমতাবান তারা নিজেদের নিরাপত্তা আর অন্যদের সাইজ করার জন্য একটা লাঠিয়াল বাহিনী রাখে। যেমন আগের জমিদাররা চর দখলের জন্য কিছু লাঠিয়াল বাহিনী পুশতো । বর্তমানে rastrio লাঠিয়াল বাহিনী হচ্ছে আর্মি, পুলিশ, র্যাব, আনসার ইত্যাদি । এছাড়াও আরো কিছু লাঠিয়াল বাহিনী আছে যারা পোশাকবিহীন-যেমন ছাত্র রাজনীতিক-ছাত্রদল, ছাত্রলীগ, পাড়ার মাস্তান ইত্যাদি । মূল সরকারী বাহিনী বেতনভোগী । তাদের কিছু আইন মেনে চলতে হয় । কিন্তু এই ছাত্ররা খুব অল্প লাভে নেতাদের অনেক কাজ করে দেয় । ফাউ চেতনা দিয়ে তাদের দিয়ে কাজ করায় নেতারা । এদের চাদাবাজির ভাগটা রাঘব বোয়ালরা পায় । এই পেটোয়া বাহিনী দিয়ে নিজের কার্য হাসিল করে খুব কম পয়সায় । তাই এদের রাজনীতি বন্ধ করলে নেতাদের লস । আর সেকারণেই বিশ্বের কোথাও এই রকম স্টুডেন্ট পলিটিক্স না থাকলেও আমাদের দেশে বহাল তবিয়তেই আছে, থাকবে ।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন