নাইজেরিয়ায় স্কুলশিক্ষার্থী নারী অপহরণ বনাম ইসলাম
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৯ মে, ২০১৪, ০২:৫৯:৩৫ দুপুর
এটা অনেকেই জানেন যে নাইজেরিয়ায় বর্ণ রাজ্য থেকে প্রায় ২৩০ মেয়েকে অপহরণ করা হয়েছে । বিশ্বব্যাপী সমালোচিত এই ঘটনার নায়ক বোকো হারাম নামের ইসলামী জঙ্গি গোষ্ঠী । বি বি সির ভাষ্য অনুযায়ী, তাদের নেতা মনে করেন পশ্চিমা শিক্ষা হারাম বা নিষিদ্ধ , এবং আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন এই মেয়েদের বিক্রি করে দিতে ।
বিশ্বের নানা দেশে ইসলামী জঙ্গিবাদ গড়ে উঠেছে । মূলত নিস্পেষিত জনগণ প্রতিবাদের এবং প্রতিঘাতের একটা উপায় পেয়ে এসব দলে ভিড়ে যাচ্ছে । যেমন বঙ্গদেশে সর্বহারা তৈরী হয়েছিল গরীবের অধিকার আদায়ের লক্ষে কিন্তু পরে এরা ডাকাতি ছাড়া ভালো কিছু করে নি ।
একটা প্রশ্ন মনে জাগে ইসলাম যেখানে শান্তির জন্য এসেছে, মানব কল্যানের জন্য এসেছে সেখানে ইসলামের নামে এগুলো কেন? এ কোন ইসলাম? ইসলাম নাম নিয়ে কেন এত অপকর্ম ? তারা কোন ইসলাম শিখছে আর আমরা কোন ইসলাম বুজছি?
কোনো ঘটনা ঘটানোর জন্য কোনো লোক যেমন দায়ী হতে পারে, তেমনি ওই লোকটাকে যে জিনিস, যে দর্শন, যারা ওই কাজ করতে প্রলুব্ধ করে তা আরো বেশি দায়ী । সে হিসেবে আমার তো এই ইসলাম নিয়ে ভয় হচ্ছে । কারণ তারা ইসলামের দর্শনের দোহাই দিয়েই এসব অপকর্ম চালাচ্ছে ।
বুঝিনা মাথায় প্যাচ লেগে যাচ্ছে ।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমন মেয়েদেরকে ছেলেদের স্কুল থেকে নিয়ে এসে মহিলা স্কুলে ভর্তি করছেন আপনি। খবরে আসবে কিরকম জানেন? মেয়েদেরকে স্কুল থেকে বের করে দেয়া হচ্ছে।
মহিলা স্কুলে ভর্তি করা হচ্ছে তা খবরে আসবে না। আফ্রিকাতে কি হয়েছে তা আমরা জানি না। বিবিসিকে বিশ্বাস করার মত কোনো কারণ দেখছি না। আবার ঘটনা ঘটেনি তাও বলতে পারছি না। আবার নিরপেক্ষ ভাবে যাচাইয়ের ক্ষমতাও আমাদের নাই। সুতরাং কিছুই বলতে পারছি না এবিষয়ে।
আল-জাজিরা প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, তারা পাশ্চাত্যে শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে না কিন্তু সমাজে ইসলামে হারাম-ঘোষিত দুর্নীতি, নেশাগ্রস্ততা, পতিতাবৃত্তি ইত্যাদির বিরুদ্ধে লড়ছে । কিন্তু এজন্য যে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়া সঠিক নয় (বিশেষত: তাদের নেতা মোহাম্মদ ইউসুফ নিহত হবার পর) তা তাদের বুঝতে হবে । সশস্ত্র পন্থা অবলম্বনের মাধ্যমে তারা নিজেদেরকে সাম্রাজ্যবাদীদের সহজ শিকারে পরিণত করছে ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাউন্ড ভিশন নামক একটি ইসলামী ওয়েবসাইট থেকে গত ৮ মে একটি ই-মেইল পেলাম যাতে তারা একটি ভারসাম্যমূলক বিবৃতি দিয়েছেঃ
An Appeal to Muslims and Christians.
Kidnapped girls are Muslims, as well as Christians. Nigeria has been plagued by fighting between some Christians and Muslims. Let us use this occasion to bring both communities together.
Both communities are united by one goal: #BringBackOurGirls
Both communities need to condemn terrorists of each side. Boko Haram is no more Muslim than The Lord’s Army is Christian. Let us condemn both together.
Let us stop calling Boko Haram "Islamist" or "Muslim" and Lord’s Army "Christian". Just call them by their names or describe them for what they are: terrorists.
Let us not make this a Christian versus Muslim issue, as Islamophobes have already started doing.
Take Action:
* Organize a rally in support of Nigerian girls and their mothers. Even five Muslim families with placards on a busy street will make a difference.
* Show up if an event is already being organized in your town.
* Ask the media not to describe Boko Haram as “Islamic” or “Islamist”. Just call them terrorists. Tell them that both Muslims and Christians girls have been kidnapped.
* Fast and pray this Thursday for the safe release of these girls.
* Use any of the following Facebook covers to make a statement.
Salam
Abdul Malik Mujahid
President
Sound Vision
কোন প্রতারকের প্রতারনার জন্য আপনি তার বাপকে আনবেন আর বাপ যদি আওয়ামীলীগের হন তবে আপনি আওয়ামী ব্যান করবেন আর আওয়ামীলীগের জনক যদি মুজিব হয় - তবে আপনি তার মরোণোত্তর বিচার করবেন।
মন্তব্য করতে লগইন করুন