আমি কাঁদিনি
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৮ মে, ২০১৪, ১১:২৯:১৯ রাত
যখন ৫৭ অফিসার মারা গেলো
তখনো কাঁদিনি
যখন চেয়ারম্যানকে কুপিয়ে মারলো
তখনো কাঁদিনি
যখন ইলিয়াস আলী হারিয়ে গেলো
তখনো কাঁদিনি
যখন সাগর-রুনি নৃশংস হত্যাকান্ডের স্বীকার হলো
তখনো কাঁদিনি
যখন বিচারের নামে প্রহসনে লোকের ফাসি হলো
তখনো কাঁদিনি
যখন প্রতিদিনই জামাত করার অপরাধে ক্রস ফায়ারে আমার ভাই মারা যায়
তখনো কাঁদিনি
হেফাজতের ভাইরাও যখন লাশের মিছিলের সংখ্যা বাড়ালো
তখনো কাঁদিনি
যখন ত্বকিকে ওরা দুনিয়া থেকে সরিয়ে ফেললো
তখনো কাঁদিনি
আজ যখন শীতলক্ষার জল সাত লাশে রক্তাক্ত
তবু কাঁদিনি
শুধু কেদেছে মেঘ আর লাশের প্রিয়জনরা
চোখের জল যেনো আর নেই
দ্রোহ যেনো ভুলে গেছি
শুধু সান্তনা আমার তো কিছু হয় নি
কিন্তু জানি
আমি যখন শীতলক্ষার কত শত লাশের মিছিলে যোগ দিবো
তখন তুমিও কাদবে না ।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন