মেয়েরা যাবে কোথায়?
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৪ এপ্রিল, ২০১৪, ০২:১৪:১৮ দুপুর
একটা মেয়ে যদি সাবলম্বী হয়, চাকরি করে সে তার স্বামী-সন্তানকে ঠিক মতো সময় দিতে পারে না । স্বামী সন্তান থাকে অসন্তুষ্ট. আবার যদি চাকরি না করে তবে সে বিপদের সম্ভাবনার মধ্যে থাকে । যেমন স্বামী যদি অত্যাচার করে, সে বাবার বাড়ি আসতে পারে না আর স্বামীর সংসারেও থাকতে পারে না। সে হয়ে যায় গলগ্রহ । সবার বোঝা । তাকে হয় মুখ বুজে সব সহ্য করতে হবে, না হলে দয়ার পাত্র হয়ে থাকতে হবে ।আর তাও না পারলে করতে হবে আত্মহত্যা । আর আত্মহত্যা করলেও কি রেহাই আছে । আখেরাতে রয়েছে ভয়াবহ শাস্তি ।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তবে কিছু কিছু মেয়ে কষ্টে আছে। তাদের জন্য সমবেদনা রইল।
আসলে মেয়ে আর ছেলে বলে কথা না। সবাই যদি আমরা ভাল হয় তাহলে একের দ্বারা অন্যে কষ্ট পাব না।
মন্তব্য করতে লগইন করুন