আমরা হয়তো রাজতন্ত্রের দিকে যাচ্ছি
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০২ এপ্রিল, ২০১৪, ০৬:২৬:৩৩ সন্ধ্যা
যেভাবে নির্বাচন হচ্ছে, যেভাবে বিরোধীরা নিপীড়িত হচ্ছে , যেভাবে বিরোধী হলেই স্বাধীনতা বিরোধী জঙ্গি ট্যাগ দেয়া হচ্ছে এরপরও এক শ্রেনীর ধামাধরা মানুষ সরকারের পক্ষে সাফাই গেয়েই যাচ্ছে । ফলে সরকার যে কোনো আইন প্রনয়ন করতে পারে । ঘোষণা করতে পারে দেশ ও জাতির স্বার্থে বর্তমান প্রধান মন্ত্রী আজীবন প্রধান মন্ত্রী হিসেবে থাকবেন অথবা নাম কা ওয়াস্তে নির্বাচন করে আজীবন থেকে যেতে পারেন। দুই শ্রেনীর মানুষ তার পরেও সরকারের পক্ষে থাকবে । এক যারা নুন খাচ্ছে আর দুই যারা চেতনার বিষে নীল হয়ে ন্যায় ও অন্যায় আলাদা করতে পারছে না ।
ফলে আমরা হয়তো সাদ্দাম, গাদ্দাফি এমনি কোনো নতুন যুগে ভিন্ন আঙ্গিকে প্রবেশ করতে যাচ্ছি ।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়টা হচ্ছে এই রাজতন্ত্র কত দিনের জন্য? এর আগেরটা ছিল সাড়ে তিন বছর।
মন্তব্য করতে লগইন করুন