প্রয়োজন হাউজ হাজবেন্ডের
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২০ মার্চ, ২০১৪, ১১:৪৯:৩১ রাত
সৃষ্টির আদ্দিকাল থেকেই মেয়েরা ঘর দোর দেখেছে আর ছেলেরা আয়রোজগার নিয়ে ব্যস্ত থেকেছে । অবশ্য গুটি কয়েক সমাজে তার ব্যতিক্রম যে ছিল না তা নয় , তবে ওই সমাজগুলোকে সভ্য সমাজ বলা হতো না ।
যাই হোক, আসল কথায় আসি । ছেলেরা আয় রোজগার নিয়ে ব্যস্ত থাকার কারণে ঘরের কাজ ও সন্তান লালনপালনের গুরু দায়িত্ব মেয়েরাই করে এসেছে । যদিও এই গুরু দায়িত্ব পালনের জন্য মাকে সম্মান পুরুষ জাতি কমই করেছে, বরং লাঞ্ছিত করেছে পদে পদে । তাই মেয়েরা সাবলম্বী হবার চেষ্টা করেছে । এখন অনেক মেয়েরা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে । এদের আয়ও অনেক । কিন্তু তারা এত ব্যস্ত যে তাদের ঘর ও সন্তান দেখার ফুরসৎ খুবই কম ।
একটা ডাক্তার , ইঞ্জিনিয়ার বা বড় চাকুরে ছেলে একজন হাউজ ওয়াইফের স্বামী হলে সমাজ তাকে খারাপ মনে করে না । বরং সে আরামেই দিন কাটায়,তার স্ত্রী ঘরের দিকটা ভালোভাবে দেখে বলে সে অনেকটা নিশ্চিন্ত থাকে ।
কিন্তু তেমনি যোগ্যতা সম্পন্ন কোনো মেয়ে যদি একটু সাধারণ ছেলে বিয়ে করে সবাই কেমন যেনো ছি ছি করে । একজন হাউজ হাজবেন্ড রাখার সুযোগ সে পায় না । তার ঘরও সামলাতে হয়, বাহির ও সামলাতে হয় । অনেকেই দেখা যায় দুটো দায়িত্ব ভালো ভাবে পালন করতে পারে না । তাদের জন্য প্রয়োজন হাউজ হাজবেন্ড।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন