শহীদের কবরে ফুলদান, তোপধ্বনি, এক মিনিট নিরবতা
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০১ মার্চ, ২০১৪, ০১:১৩:৩৭ রাত
শহীদের কবরে ফুলদান, তোপধ্বনি, এক মিনিট নিরবতা ইত্যাদি এখন অতি কমন. কেউ এগুলোর বিরোধিতা করলে সে দেশদ্রোহী কিংবা জঙ্গী . যাই হউক একটু যুক্তির আলোকে বিষয়টাকে দেখি
ধরুন আপনি নাস্তিক, তাহলে আপনি স্বীকার করেন যে, মরার পরে, তোপধ্বনি ইত্যাদি কোনো কাজে আসে না, কারণ সে তো মাটির সাথে মিশে গেছে, পরকাল বলে কিছু নেই ,আপনার এ সম্মান সে দেখতে পারছে না . অযথা সময় ও শ্রম নস্ট .
ধরুন আপনি ধর্মে বিশ্বাস করেন, তাহলে আপনার ফুল, তোপধ্বনি, নিরবতা কিছুই শহীদের উপকারে আসবে না-কারণ আপনার ধর্ম গ্রন্থগুলো সে কথাই বলে . তবে , আপনি যদি তাদের জন্য দোয়া করেন, সেটা কাজে আসবে .
তাহলে ভাই কোন যুক্তিতে এই কাজগুলো ? শুধুই কি বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ . সাদা চামড়া কোনো কিছু করলেই কি সেটা ঠিক . কোনো কি মাপকাঠি নেই কোনো কিছু গ্রহণ বা বর্জন করার জন্য .
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন