মেয়েটা আত্মহত্যা করলো
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১৭ জানুয়ারি, ২০১৪, ০১:০০:৫৭ রাত
জামাল সাহেবের কাছে বাসা থেকে ফোন এলো –দ্রুত বাড়ি যেতে হবে . তাদের কাজের মেয়ে লায়লা আত্মহত্যা করেছে . কিন্তু জামাল সাহেব বুঝতে পারছে না কেন? লায়লা তো খুব ভালো মেয়ে . সব সময় মাথায় কাপড় দেয়, অবসরে কোরআন পড়ে . হটাত কি হলো ?
অনেকটা হন্ত দন্ত হয়েই বাসায় পৌঁছলেন . স্ত্রীকে প্রথমেই জিগ্গেস করলেন কি হয়েছে ? মারধর করেছ নাকি?
জামাল সাহেবের স্ত্রী বললেন, আমি বাবুকে নিয়ে স্কুলে গিয়েছিলাম . ফিরে দেখি-ও গলায় দড়ি দিয়েছে . কিন্তু কেন? পাশের বাসার ভাবি বললেন, উনি কিছুক্ষণ আগে বাসায় এসেছিলেন চিনি নেয়ার জন্য . এসে লায়লাকে কিছুটা অপ্রস্তুত দেখেন . লায়লা চিনি আনলো কিন্তু জামায় করে . আমার কেন যেনো সন্দেহ লাগলো . বাড়ির ভিতরে ঢুকলাম জোর করে . ঢুকে দেখি উপর তলার ডিগ্রী পড়া ছেলে নিলয় শুয়ে আছে আপনাদের বেড রুমে-উলঙ্গ অবস্থায় . আমি হা হয়ে চলে এলাম. আর ওকে একটু বকা দিয়ে এলাম .
মনে হয়-খবর জানাজানির লজ্জায় এমন কান্ড করেছে .
মোরাল:ভালো মেয়েরাও ফাদে পড়তে পারে . সুযোগ যেনো সৃষ্টি না হয় , সে দিকেও খেয়াল রাখতে হবে . আর কামুক পুরুষ সর্বত্র-এদের একটা বড় অংশ ছাত্র .
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন