বাংলাদেশের ভবিষ্যত
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১২ জানুয়ারি, ২০১৪, ০৯:১৪:২৭ রাত
বাংলাদেশে আজ গণতান্ত্রিক স্বৈরতন্ত্র চালু আছে . এবং এ স্বৈরতন্ত্র দীর্ঘস্থায়ী হবে বলেই মনে হচ্ছে . পৃথিবীতে এর নজির আগেও ছিল, বাংলাদেশেও ছিল . এরশাদ সাহেব ও নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন . বাসার আল আসাদ আছেন . এরা প্রকৃত স্বৈরতন্ত্র থেকেও খারাপ এ কারণে যে এরা মুখে বলে গণতন্ত্র কিন্তু প্রকৃত পক্ষে স্বৈরতন্ত্র . এদের যে জনসমর্থন একেবারে নেই তা নয় . যেমনটা সিরিয়ায় বাশারেরও সমর্থক আছে এবং তারা খুশি .
বাংলাদেশের এ স্বৈরতন্ত্র দীর্ঘস্থায়ী হওয়ার কারণ:
১. ভারতের প্রত্যক্ষ মদদ
২. সামরিক বাহিনীগুলো সরকারের পছন্দনীয় লোক দিয়ে সাজানো, কমপক্ষে উপরের পদগুলো এবং তাদের অনেকেই বাধা বিভিন্ন ভাবে
৩. জনগনের একটা অংশ সরকারের সমর্থন যোগাবে-
ক. যারা হিন্দু
খ. যারা সরকারী নিমক খেয়েছে
গ. নাস্তিক গ্রুপ
ঘ. সংস্কৃতিমনা গ্রুপ
ঙ. যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে মনে করে সরকারকে এবং রাজাকারদের বিচার অন্যদের দ্বারা হবে না বলে মনে করে এবং এটাই দেশের এক নং সমস্যা হিসেবে মনে করে
চ. যারা বিরোধীদের নির্যাতনে ভুমিকা রেখেছে এবং নিজের আখের গুছিয়ে নিয়েছে
ছ. মিডিয়ার সরকারের পক্ষে ভুমিকা . কারণ, একটা মিথ্যাকে দশবার সত্য বলা হলে সেটা সত্যের মতোই মনে হয় .
এসব শক্তি সমৃদ্ধ সরকারের বিপক্ষে দাড়াবার মতো মানসিক শক্তি কিংবা সামরিক শক্তি বিরোধীদের নেই . এখন আসি বিদেশী শক্তির দিকে . ভারত ও রাশিয়া সরকারকে সরাসরি সমর্থন যোগাবে তাদের স্বার্থের জন্যই . আর অন্যরা বিভিন্ন অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে কিন্তু সরকার বোঝাবে বিরোধীরা জঙ্গি . সেক্ষেত্রে সরকার অন্যদের সমর্থন ধীরে ধীরে পেয়েও যেতে পারে .
সেক্ষেত্রে বাংলাদেশে বিরোধীদল বলে কিছু থাকবে না . বি এন পি নিশ্চিহ্ন হয়ে যাবে . তবে উত্থান ঘটতে পারে আন্ডারগ্রাউন্ড পার্টির . তারা সামরিকভাবে সরকারকে হেনস্তা করার চেষ্টা করবে . অথবা সামরিক অভ্যুথ্যান ,সেক্ষেত্রে সরকারের অতি প্রিয় লোক সরকারের সাথে বিট্রে করতে পারে যেমনটা মইন ইউ খালেদা জিয়ার সাথে করেছিলেন . সেক্ষেত্রে সে অবশ্যই ভারত ও অন্যান্য রাষ্ট্রের সাথে গোপন আতাত করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে .এসব ক্ষেত্রে হয়তো বা দূর ভবিষ্যতে আরেকটা ১৫ই আগস্ট ঘটতে পারে .
অথবা সরকার থেকে যেতে পারে অনেক দিন . ইয়াজিদ ও ইমাম হাসানকে মেরে টিকে ছিলেন . কেউই কিছু করতে পারে নি .
আর আল্লাহই ভালো জানেন .
বিষয়: বিবিধ
৯৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন