আত্মপ্রবঞ্চনা
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১১ জানুয়ারি, ২০১৪, ১২:২১:২৫ রাত
মাঝে মাঝে মনে হই আত্মপ্রবঞ্চনা করছি আমরা সবাই। আল্লাহ বলেছেন তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো । ধর্মের কিছু মানব কিছু মানবো না-সে সুযোগ কি আছে? এমন অনেক মেয়ে দেখি যারা আজান শুনলে মাথায় কাপড় দেয়, আবার আজান শেষ কাপড় সরিয়ে ফেলে । এটা কোথায় পেলেন? যদি মানেন তো সব সময় পর্দা করতে হবে আর না মানলে তো কোনো দরকার নাই । আধা আধির সুযোগ কি আছে? আবার অনেকে শুধু জুম্মার নামাজ পড়েন । এটা কোথায় পেলেন? না মানলে কোনো নামাজই দরকার নাই । আর যদি মানেন সব নামাজ তো পড়তে হবে । আবার আপনি ধর্মের সব কিছুই মানছেন কিন্তু এমন রাজনৈতিক দলকে সমর্থন করছেন যারা আপনার ধর্মের রাষ্ট্রীয় প্রয়োগ চান না , চান না আইন গুলো ধর্ম যেমন বলেছে তেমন হউক । তাহলে রাষ্ট্রীয় ক্ষেত্রে আপনি ধর্ম মানতে নারাজ অথবা আপনি বুঝতে পারছেন না কি করা উচিত । পুরো মানার ব্যাপারে কত টুকু প্রস্তুত আমরা? সে ক্ষেত্রে নাস্তিকরা অনেক সাহসী । সে তো বলেই দিয়েছে আমি কিছুই মানি না , তাই তার ইচ্ছামতো সে চলা যৌক্তিক । কিন্তু আমি ধর্ম মানি কিন্তু সবক্ষেত্রে না সেটা কি আত্মপ্রবঞ্চনা নয়?
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন