কেন এখনও মানুষ জামাত করে
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৬ জানুয়ারি, ২০১৪, ০৯:৪৮:৩০ রাত
একটা বিষয় আমাকে বিস্সিত করে যখন দেখি একজন মুক্তিযোদ্ধা জামাত করে। একটু ভেতরে যাওয়া দরকার। কেন সে এমন করলো? ধরুন একজন সত লোক যিনি একজন যোগ্য রাষ্ট্রনেতা চান। আবার তিনি পূর্ণ রূপে ইসলাম মানতে চান। তিনি ইসলামকে শুধু পার্সোনাল ইবাদত হিসেবে নিতে চান না। চান একে রাষ্ট্রে,সমাজ এবং পার্সোনাল জীবনে বেবহার করতে। এরকম লোকের কাছে আর কোনো অপসন আছে কিনা। আসলে আজ বড় দু দলই সততার রাজনীতি নিয়া সামনে আসতে পারেনি। ইসলাম ধর্মকে সবক্ষেে ত্র তারা প্রয়োগ করতেও চাচ্ছে না। এক্ষেত্রে কিইবা করার আছে একজন ধর্মপরায়ণ রাজনীতি সচেতন ছেলের বা লোকের কাছে। এক্ষেত্রে জামাত-শিবির ভালো ব্যবহার এবং সততার রাজনীতি উপহার দিচ্ছে। সেজন্য এখনো এদলে লোক ভিড়ছে ভালো পরিবর্তনের আশায়। যদি ইসলাম বিজ্ঞান এবং সততার রাজনীতি নিয়া অন্য কেউ আসে তারাও সমর্থন পাবে এ ধরনের মানুষগুলোর। আসলে আমরা আজ দিশেহারা কাকে সমর্থন করব? কে সেই কান্ডারী ? কে আমাদের আলোর পথে নিয়া যাবে ? কোথায় সে পাঞ্জেরী ?
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন