সানি লীয়ন যখন আইডল
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৬ জানুয়ারি, ২০১৪, ০২:৫৩:১৭ দুপুর
আজকে যখন শাহরুখ খান সানি লীয়নের সাথে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেন, তখন একটি সত্যি প্রকাশিত হয় তথাকথিত আধুনিক মুসলিমরা বা অন্য ধর্মের আধুনিকরা কি চায় ? তারা আদিম নেশায় উন্মত্ত হতে চায় . তাই ভারতে অভিনেত্রীরা একে অপরের চেয়ে কতটুকু নির্লজ্জ হতে পারে তার প্রতিযোগিতায় নামেন . আর আমাদের দেশের অভিনেতা-অভিনেত্রীরাও সে দিকে ধাবিত হচ্ছেন . মুখে বলতে না পারলেও মনে মনে সবার আইডল সানি লীয়ন .
একসময় ছিল পতিতা মানে সমাজে সবচেয়ে নিকৃষ্ট কেউ. কিন্তু আজ ধারণা পাল্টেছে সুশীল নামে একশ্রেনীর লোক সৃষ্টি হয়েছে যারা আদিম নেশাটাকেই সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করবে, যেনো আপনার ধারণা পাল্টে যায় . ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে আদিমতার দিকে, যেনো আপনি টের ও না পান .
আজ তাই নাচের প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, মডেলিং, সুন্দরী প্রতিযোগিতা- ইত্যাদি আধুনিকতার প্রকাশ . পাপগুলোকে আর পাপ মনে হয় না . আজকে জাফর ইকবাল, আসাদুজ্জামান নুর ,রোকেয়া প্রাচি –এরা সেই আধুনিকতার দিকেই ডাকছে . তারা আপনাকে মুক্তি দিতে চায় ধর্মের বন্ধন থেকে . কিন্তু আপনার আইডল কে হবে? সানি লিওন ?
না . নামধারী মুসলিম হয়ে লাভ নেই . আপনি বরং মুসলিম নামের কলঙ্ক . আমরা তো আইডল বানিয়েছি মুহাম্মদ (সা)কে .
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন