মেয়েদের ক্যারিয়ার
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৩ জানুয়ারি, ২০১৪, ১০:৫৪:৫৭ রাত
মেয়েদের ক্যরিয়ার করা ছেলেদের চেয়ে অনেক কঠিন . এর একটা বড় কারণ, বিয়ে এবং এতদসংক্রান্ত জটিলতা . বিয়ে করে খুব কম ছেলেরই ক্যরিয়ার ধ্বংশ হয়েছে . কিন্তু, মেয়েদের ক্ষেত্রে ভিন্ন . এক্ষেত্রে, যে বিষয়গুলো আগেই সমাধান করা উচিত ,সেগুলোর দিকে দৃকপাত করছি:
১. বিয়ের বয়স : কবে বিয়ে করবেন , এটা অবশ্য মেয়ের অভিভাবকের বড় দায়িত্ব
২. কবে বাচ্চা নিবেন, কয়টা নিবেন , কত সময় গ্যাপ দিবেন
৩. বাচ্চাদের যত্ন-পরিচর্যার জন্য কতদিন সময় দিবেন
৪. বাচ্চাদের যত্নের অতিপ্রয়োজনীয় কাল অতিক্রম করে, কার উপর বাচ্চা দেখাশুনার অনেকটা দায়িত্ব দিবেন
৫. আগেভাগেই হবু স্বামীকে আপনার ক্যারিয়ার প্লান জানান এবং সমঝোতায় পৌছুন .
আগেভাগেই পূর্ণাঙ্গ প্লান ও তা বাস্তবায়নে সচেষ্ট না হলে, একটা অসাধারণ মেধাও তেমন কোনো সফলতা পাবে না .
বিষয়: বিবিধ
১৫৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি মুসলমান হয়ে থাকেন তাহলে শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করবেন । শরিয়ত আপনাকে যেমন পাবার কথা বলেছে তেমনি বলেছে দেবারও কথা । শরিয়ত মোতাবেক মেয়েদের কাছে ক্যারিয়ারের চেয়ে স্বামীর সংসার আগে ।
মন্তব্য করতে লগইন করুন